শেষ আপডেট: 26th July 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পৌঁছে গিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। শনিবার নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন তিনি। তবে নীতি আয়োগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকেও মণিপুরের মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি গিয়েছিল। তাঁকে বলা হয়েছে দিল্লি ছাড়ার আগে পিএমও'র সঙ্গে যোগায়োগ করতে। প্রধানমন্ত্রী মোদী তাঁকে তলব করতে পারেন।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, প্রধানমন্ত্রী অবশেষে মণিপুর সফরে যেতে পারেন। তার আগে মুখ্যমন্ত্রীর মুখ থেকে রাজ্যের পরিস্থিতি জেনে নিতে চান।
মণিপুর নিয়ে বিরোধীরা লাগাতার সরকারকে আক্রমণ শানাচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নীরবতা এবং রাজ্য সফরে না যাওয়া নিয়ে নিজেপির অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। তাছাড়া, আরএসএস প্রধান মোহন ভাগবতও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার দিল্লি পৌঁছে বীরেন দাবি করেন, রাজ্যের পরিস্থিতি এখন যথেষ্ট ভাল। পরিস্থিতি দ্রুত আরও ভাল হবে।
যদিও ওয়াকিবহাল মহল বলছে, উত্তর-পূর্বের ওই রাজ্যে নতুন রাজনৈতিক বিবাদ দেখা দিয়েছে। ৩১ জুলাই রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। রাজ্যের মইতেই বিধায়কদের বড় অংশ অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী বীরেন নিজেও ওই সম্প্রদায়ের মানুষ।
প্রসঙ্গত, গত বছর ৩ মে থেকে মণিপুরে শুরু হওয়া জাতি দাঙ্গায় মইতেই ও কুকি সম্প্রদায় মিলিয়ে প্রায় দুশো মানুষ নিহত হয়েছেন।