শুক্রবার মহারাষ্ট্রের নান্দেরবারে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 10th May 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনের মতো শুক্রবারেও মহারাষ্ট্রের নান্দুরবারে লোকসভা ভোটের প্রচারে এসে কংগ্রেসের শাহজাদাকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন পর নিজেকে ফের চৌকিদারের সঙ্গে তুলনা করে বলেন, কিসনে ইতনা মা-কা দুধ পিয়া হো...যারা আপনাদের অধিকার ছিনিয়ে নেবে। আমি শাহজাদা পরিবার থেকে আসিনি। গরিব মানুষের ঘর থেকে এসেছি। তাই আমি আপনাদের দুঃখ-যন্ত্রণার কথা জানি। মহারাষ্ট্রের আদিবাসী ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ওরা আদিবাসীদের কথা কোনওদিন চিন্তা করেনি।
কংগ্রেস এই ভোটপ্রচারে মিথ্যার কারখানা খুলে বসে পড়ছে। সংরক্ষণ নিয়ে কংগ্রেসের নীতি চোর মাচায়ে শোর-এর মতো হয়ে গিয়েছে। এদিনও তিনি বলেন, সকলের কোটা ছিনিয়ে নিয়ে কংগ্রেস মুসলিমদের সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাবাসাহেব আম্বেদকরের সংবিধানকে লঙ্ঘন করে ওরা মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলছে। এ প্রসঙ্গে কর্নাটকে সংখ্যালঘু সংরক্ষণের দৃষ্টান্ত টেনে মোদী বলেন, এই মডেল ওরা দেশজুড়ে চালু করতে চাইছে।
মোদী আরও বলেন, আমি কয়েকদিন ধরে বলে আসছি, কংগ্রেস লিখিতভাবে জানাক যে, তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির সংরক্ষণ কেটে মুসলমানদের দেবে না। কিন্তু, ওরা চুপ করে থাকছে। মুখেও বলছে না, ওরা অন্য কারও কোটা থেকে কেটে মুসলিমদের সংরক্ষণ দেবে না।
কংগ্রেসকে আদিবাসী বিরোধী প্রমাণ করতে গিয়ে বলেন, দ্রোপদী মুর্মুকে বিজেপি প্রথম আদিবাসী রাষ্ট্রপতি করেছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে সেই আদিবাসী কন্যা মুর্মুকে হারাতে দিনরাত এক করে দিয়েছিল কংগ্রেস। এর নেপথ্যে এদিনও কংগ্রেস শাহজাদার বিদেশবাসী 'গুরু' সাম পিত্রোদার বর্ণবিদ্বেষী মন্তব্যকে হাতিয়ার করেন। মোদী বলেন, ভগবার শ্রীকৃষ্ণের গায়ের রং যাঁরা পেয়েছেন, তাঁদের আফ্রিকান বলেছেন শাহজাদার গুরুমশাই।
কংগ্রেসকে জঙ্গিদের 'কাপড় সামলানোর দল' বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আমি মন্দিরে গেলে ওরা সমালোচনা করে। আপনারা বলুন, আমার মন্দিরে যাওয়া দেশবিরোধী আচরণ! ভগবান রামকে কংগ্রেস পার্টি ভারতের আত্মিক ধারণার বাইরে বলে মনে করে। রামচন্দ্র মনে করতেন, সত্যের বাইরে কোনও ধর্ম হয় না। কিন্তু, কংগ্রেসের শাহজাদা ও তাঁর বিদেশবাসী গুরু এবং ইন্ডিয়া জোটের সকলে ভারতচিন্তার বাইরে বলে মনে করে।
কংগ্রেসের নেতারা এত অহঙ্কারে ডুবে থাকে যে এদের কাছে গরিবের জন্য কোনও জায়গা নেই। তাই আজ এই গরিব প্রধানমন্ত্রীর গরিবদের প্রতি ভালোবাসা দেখে মোদীকে জীবন্ত পুঁতে দেওয়ার পরিকল্পনা করছে। এটা ওদের কাছে স্বপ্ন। মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে উদ্ধব শিবসেনাকে নকলি শিবসেনা বলে উল্লেখ করেন মোদী। মোদীর দাবি, দেশের মাতৃশক্তি আমার শক্তি। তাই জিন্দা কেন, আমার মৃত্যুর পরেও আমাকে ওরা মাটিতে পুঁতে দিতে পারবে না।