শেষ আপডেট: 15th August 2024 09:14
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের ভাষণে নারীর নিরাপত্তা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে একত্রে কাজ করতে হবে।
সরাসরি আরজি কর হাসপাতাল, কলকাতা বা পশ্চিমবঙ্গের নাম নেননি প্রধানমন্ত্রী। তবে ছুঁয়ে গিয়েছেন বুধবার রাতে দেশব্যাপী প্রতিবাদের বিষয়টি। প্রধানমন্ত্রী বলেন, আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি।
লালকেল্লার প্রাকার থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী অনেকটা সময় ব্যয় করেন নারী সুরক্ষা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, একথাও ঠিক যে এখন অপরাধীদের সাজা হচ্ছে। দৃষ্টান্তমূলক সাজাগুলির প্রচার হওয়া দরকার। যাকে অপধারীরা ভয় পায়।
প্রধানমন্ত্রী ভাষণে মেডিকেল শিক্ষায় আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দেন। বলেন, আগামী পাঁচ বছরে দেশে এমবিবিএসের ৭৫ হাজার নতুন আসন চালু করা হবে। ছেলেমেয়েদের মোটা টাকা খরচ করে বিদেশে মেডিকেল শিক্ষার জন্য যেতে হচ্ছে। আমরা দেশেই তাদের শিক্ষার সুযোগ করে দিতে চাই।
প্রশঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুই দেশ থেকেই বিপুল সংখ্যায় মেডিক্যাল পড়ুয়াদের দেশে ফেরাতে হয় সরকারকে। হালে বাংলাদেশে অস্থিরতা শুরুর পরও সে দেশে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের দেশে ফেরাতে হয়।