শেষ আপডেট: 16th September 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর নাম না করে তির্যক শ্লেষে বিরোধী দলনেতাকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলে প্রধানমন্ত্রীর ৭৪-তম জন্মদিন। তার আগের দিন সোমবার আমেদাবাদে এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুলকে পরোক্ষে আক্রমণ করে বলেন, কিছু মানুষ হতাশায় পরিপূর্ণ। এই হতাশা থেকেই তারা দেশের ঐক্য ও সংহতিতে আঘাত করছে।
মোদী বলেন, যখন ভারতের মানুষের মধ্যে আস্থা বাড়ছে, আমাদের রফতানি বাড়ছে, দেশে বিনিয়োগের পরিমাণ বাড়ছে, শিল্পে বিদেশি বিনিয়োগ আসছে, দেশের যে কোনও লোক গোটা বিশ্বের সামনে ভারতের ব্রান্ড অ্যাম্বাসাডর হতে চাইছেন। দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। অন্যদিকে, মোদী বলেন, এই একই দেশের কিছু মানুষ পুরোপুরি হতাশায় ডুবে রয়েছেন।
মোদীর কথায়, এইসব লোক সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। তাঁরা দেশের একতাকে আক্রমণ করছেন। এইসব লোভী মানুষ ক্ষমতালিপ্সায় দেশকে টুকরো টুকরো করতে চাইছেন। কাশ্মীরের ভোটে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোটকে কটাক্ষ করে বলেন, এই লোকজন উপত্যকায় ৩৭০ ধারা ফিরিয়ে আনার কথা বলছেন। জম্মু-কাশ্মীরে আবার দুটো সংবিধান, দুরকমের আইন প্রয়োগের চেষ্টা করছে মিলিতভাবে।
হতাশগ্রস্ত মানুষজন ভারতকে কালিমালিপ্ত করতে কোনও চেষ্টা বাকি রাখছে না। সে কারণেই তারা ধারাবাহিকভাবে গুজরাতকে নিশানা করছে। যে ভারত প্রগতির পথে এগিয়ে চলেছে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে সেই ভারতকে। আমাদের হাতে এখন সময় নেই, প্রগতির পথে চলতেই হবে। প্রতিটি ভারতবাসীকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে হবে। এই কাজে গুজরাত এগিয়ে থাকবে, বলেন মোদী।