ত্রিনিদাদ-টোবাগোর জন্মসূত্রে ‘বিহারি’ প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর স্বাগত জানান মোদীকে।
ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।
শেষ আপডেট: 4 July 2025 05:54
দ্য ওয়াল ব্যুরো: আপনি তো ‘বিহার কি বেটি’! শুক্রবার ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ-টোবাগোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে এই ভাষাতেই সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েডের মাতৃভূমিতে পা রাখতেই ত্রিনিদাদ-টোবাগোর জন্মসূত্রে ‘বিহারি’ প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর স্বাগত জানান মোদীকে। এখানে তিনি দুদিনের সফরে এসেছেন।
ত্রিনিদাদ-টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে অনাবাসী ভারতীয়দের সামনে ভাষণে মোদী বলেন, কমলাজির পূর্বপুরুষরা বিহারের বক্সারের ভেলুপুর গ্রামের বাসিন্দা। তিনিও নিজেও দেশের মাটি দেখে এসেছেন। সেখানকার মানুষ গর্বের সঙ্গে তাঁকে ‘বিহার কি বেটি’ বলে ডাকে।
Landed in Port of Spain, Trinidad & Tobago. I thank Prime Minister Kamla Persad-Bissessar, distinguished members of the Cabinet and MPs for the gesture of welcoming me at the airport. This visit will further cement bilateral ties between our nations. Looking forward to addressing… pic.twitter.com/lyxxnKKfsR
— Narendra Modi (@narendramodi) July 3, 2025
শুধু এখানকার প্রধানমন্ত্রীই নন, ত্রিনিদাদ-টোবাগোর বহু মানুষের শিকড় রয়েছে বিহারে। একইসঙ্গে মোদী দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ ও একাত্মতার কথাও প্রকাশ করেন। উল্লেখ্য, এই দ্বীপপুঞ্জ সমূহের ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের আর এক প্রবাদপ্রতিম ক্রিকেটার ছিলেন কালীচরণ। যাঁর বাবা ছিলেন কানপুরের মানুষ ও মা তামিল। যাঁরা পরবর্তীতে গুয়ানার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।
A cultural connect like no other!
Very happy to have witnessed a Bhojpuri Chautaal performance in Port of Spain. The connect between Trinidad & Tobago and India, especially parts of eastern UP and Bihar is noteworthy. pic.twitter.com/O751WpAJc5— Narendra Modi (@narendramodi) July 3, 2025
এদিন মোদীকে বিমানবন্দরে স্বাগত জানাতে কমলা প্রসাদ এসেছিলেন পুরোপুরি ভারতীয় পোশাকে ও সাজে। তাঁর সঙ্গে ছিল গোটা মন্ত্রিসভা। মন্ত্রীদেরও অনেকে ভারতীয় পোশাক পরেছিলেন। পোর্ট অফ স্পেনে মোদীকে স্বাগত জানানো হয়, ঐতিহ্যবাহী ভোজপুরী চৌতাল গান-বাজনায়। এক্সবার্তায় মোদী লিখেছেন, ত্রিনিদাদ-টোবাগোতেও ভোজপুরী চৌতালের সুরধ্বনি শোনা যাচ্ছে।
#WATCH | Port of Spain: Prime Minister Narendra Modi presents holy water of Sangam and Saryu River from Maha Kumbh and a replica of Ram Mandir to the Prime Minister of Trinidad and Tobago, Kamla Persad-Bissessar.
(Video: DD News) pic.twitter.com/o2yMl1Vt9G— ANI (@ANI) July 4, 2025
প্রবাসী ভারতীয় ও প্রধানমন্ত্রী কমলার জন্য মোদী অযোধ্যার রামমন্দিরের প্রতীকী স্মৃতি-উপহার ও মহাকুম্ভ এবং সরযূ নদীর জল নিয়ে গিয়েছেন। বিহার বিধানসভা ভোটের কথা উল্লেখ না করেই প্রধানমন্ত্রী একদা পাটলিপুত্রের খুব সুখ্যাতি করেন প্রবাসী ভারতীয়দের সামনে। তিনি বলেন, বিহারের পরম্পরা শুধু ভারতের জন্য নয়, গোটা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। গণতন্ত্র এবং শিক্ষা থেকে কূটনীতি সব ক্ষেত্রেই বিহারই পথ দেখিয়েছে প্রাচীন ভারতকে। তিনি আরও বলেন, দুদেশের সাংস্কৃতিক ঐতিহ্য যোগসূত্র এমন জায়গায় যে বেনারস, পাটনা, কলকাতা এবং দিল্লি শুধু ভারতেরই একার শহর নয়, ত্রিনিদাদ-টোবাগোর রাস্তার নামেও এই শহরগুলি সচল রয়েছে। নবরাত্রি, মহাশিবরাত্রি এবং জন্মাষ্টমী এখানেও মহা ধুমধাম করে পালিত হয়।
প্রসঙ্গত, ত্রিনিদাদ-টোবাগোর প্রায় ৪০ শতাংশ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত। আনুমানিক ৫৫৬,০০০ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে মাত্র ১৮০০ জন হলেন অনাবাসী ভারতীয় এবং বাকিরা ১৮৪৫-১৯১৭-এর মধ্যে সেদেশে চলে গিয়েছেন ঔপনিবেশিক আমলে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতে।