Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
PM Modi called T&T PM Kamla Persad-Bissessar Bihar ki Beti

ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রীকে কেন ‘বিহার কি বেটি’ বললেন মোদী, কে কমলা প্রসাদ বিসেসর?

ত্রিনিদাদ-টোবাগোর জন্মসূত্রে ‘বিহারি’ প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর স্বাগত জানান মোদীকে।

ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রীকে কেন ‘বিহার কি বেটি’ বললেন মোদী, কে কমলা প্রসাদ বিসেসর?

ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 4 July 2025 05:54

দ্য ওয়াল ব্যুরো: আপনি তো বিহার কি বেটি! শুক্রবার ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ-টোবাগোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরকে এই ভাষাতেই সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েডের মাতৃভূমিতে পা রাখতেই ত্রিনিদাদ-টোবাগোর জন্মসূত্রে বিহারি প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসর স্বাগত জানান মোদীকে। এখানে তিনি দুদিনের সফরে এসেছেন।

ত্রিনিদাদ-টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে অনাবাসী ভারতীয়দের সামনে ভাষণে মোদী বলেন, কমলাজির পূর্বপুরুষরা বিহারের বক্সারের ভেলুপুর গ্রামের বাসিন্দা। তিনিও নিজেও দেশের মাটি দেখে এসেছেন। সেখানকার মানুষ গর্বের সঙ্গে তাঁকে বিহার কি বেটি বলে ডাকে।

 Landed in Port of Spain, Trinidad & Tobago. I thank Prime Minister Kamla Persad-Bissessar, distinguished members of the Cabinet and MPs for the gesture of welcoming me at the airport. This visit will further cement bilateral ties between our nations. Looking forward to addressing… pic.twitter.com/lyxxnKKfsR

শুধু এখানকার প্রধানমন্ত্রীই নন, ত্রিনিদাদ-টোবাগোর বহু মানুষের শিকড় রয়েছে বিহারে। একইসঙ্গে মোদী দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ ও একাত্মতার কথাও প্রকাশ করেন। উল্লেখ্য, এই দ্বীপপুঞ্জ সমূহের ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের আর এক প্রবাদপ্রতিম ক্রিকেটার ছিলেন কালীচরণ। যাঁর বাবা ছিলেন কানপুরের মানুষ ও মা তামিল। যাঁরা পরবর্তীতে গুয়ানার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।

 এদিন মোদীকে বিমানবন্দরে স্বাগত জানাতে কমলা প্রসাদ এসেছিলেন পুরোপুরি ভারতীয় পোশাকে ও সাজে। তাঁর সঙ্গে ছিল গোটা মন্ত্রিসভা। মন্ত্রীদেরও অনেকে ভারতীয় পোশাক পরেছিলেন। পোর্ট অফ স্পেনে মোদীকে স্বাগত জানানো হয়, ঐতিহ্যবাহী ভোজপুরী চৌতাল গান-বাজনায়। এক্সবার্তায় মোদী লিখেছেন, ত্রিনিদাদ-টোবাগোতেও ভোজপুরী চৌতালের সুরধ্বনি শোনা যাচ্ছে। 

প্রবাসী ভারতীয় ও প্রধানমন্ত্রী কমলার জন্য মোদী অযোধ্যার রামমন্দিরের প্রতীকী স্মৃতি-উপহার ও মহাকুম্ভ এবং সরযূ নদীর জল নিয়ে গিয়েছেন। বিহার বিধানসভা ভোটের কথা উল্লেখ না করেই প্রধানমন্ত্রী একদা পাটলিপুত্রের খুব সুখ্যাতি করেন প্রবাসী ভারতীয়দের সামনে। তিনি বলেন, বিহারের পরম্পরা শুধু ভারতের জন্য নয়, গোটা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। গণতন্ত্র এবং শিক্ষা থেকে কূটনীতি সব ক্ষেত্রেই বিহারই পথ দেখিয়েছে প্রাচীন ভারতকে। তিনি আরও বলেন, দুদেশের সাংস্কৃতিক ঐতিহ্য যোগসূত্র এমন জায়গায় যে বেনারস, পাটনা, কলকাতা এবং দিল্লি শুধু ভারতেরই একার শহর নয়, ত্রিনিদাদ-টোবাগোর রাস্তার নামেও এই শহরগুলি সচল রয়েছে। নবরাত্রি, মহাশিবরাত্রি এবং জন্মাষ্টমী এখানেও মহা ধুমধাম করে পালিত হয়।

প্রসঙ্গত, ত্রিনিদাদ-টোবাগোর প্রায় ৪০ শতাংশ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত। আনুমানিক ৫৫৬,০০০ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে মাত্র ১৮০০ জন হলেন অনাবাসী ভারতীয় এবং বাকিরা ১৮৪৫-১৯১৭-এর মধ্যে সেদেশে চলে গিয়েছেন ঔপনিবেশিক আমলে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতে। 


ভিডিও স্টোরি