শেষ আপডেট: 30th May 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: দেশের মাটিতে নয়া মাইলফলক তৈরি করেছে নতুন স্টার্টআপ সংস্থা ‘অগ্নিকুল কসমস’। নিজেদের তৈরি মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে তাঁরা। আর এই সফল পরীক্ষার পরই তাঁদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, গোটা ভারত আজ গর্ব অনুভব করছে।
থ্রিডি প্রিন্টেড সেমি-ক্রায়োজেনিক ‘অগ্নিবাণ’ রকেট তৈরি করেছে চেন্নাইয়ের এই স্টার্টআপ সংস্থা। শ্রীহরিকোটায় লঞ্চ প্যাড থেকে সেটিরই সফল উৎক্ষেপণ হয়। যদিও এর আগে চারবার উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তবে পঞ্চমবারের মাথায় উৎক্ষেপণ সফল হয়েছে। বৃহস্পতিবার কোনও লাইভস্ট্রিমিং ছাড়াই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।
এই সাফল্যের জন্য ‘অগ্নিকুল কসমস’-কে সাধুবাদ জানিয়েছে ইসরো। তারা বলেছে, ''এটি একটি বিরাট বড় মাইলস্টোন। সেমি ক্রায়োজেনিক লিকুইড ইঞ্জিন নির্ভর রকেটের প্রথম নিয়ন্ত্রিত উড়ান দেশের জন্য বড় ব্যাপার।''
Congratulations @AgnikulCosmos for the successful launch of the Agnibaan SoRTed-01 mission from their launch pad.
— ISRO (@isro) May 30, 2024
A major milestone, as the first-ever controlled flight of a semi-cryogenic liquid engine realized through additive manufacturing.@INSPACeIND
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ''ভারতের মহাকাশ গবেষণা যে সঠিক পথে এগোচ্ছে এটা সেটারই বড় উদাহরণ। দেশের যুবশক্তি অসাধারণ কাজ করছে। এই সংস্থার গোটা টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি।''
A remarkable feat which will make the entire nation proud!
— Narendra Modi (@narendramodi) May 30, 2024
The successful launch of Agnibaan rocket powered by world’s first single-piece 3D printed semi-cryogenic engine is a momentous occasion for India’s space sector and a testament to the remarkable ingenuity of our Yuva… https://t.co/iJFyy0dRqq pic.twitter.com/LlUAErHkO9
কী বিশেষত্ব আছে এই ‘অগ্নিবাণ’ রকেটের? এই রকেটটি প্রায় ৭০০ কিলোমিটার কক্ষপথে ৩০০ কেজি পর্যন্ত একটি পেলোড বহন করতে পারে। পাশাপাশি এই রকেটে এমন একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে যা ইসরো এখনও পর্যন্ত ব্যবহার করেনি। তা হল, এই রকেটে তরল এবং গ্যাস প্রপেলেন্টের মিশ্রণ সহ একটি সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই থ্রিডি রকেট ইঞ্জিনে খরচও কম।