শেষ আপডেট: 31st October 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: বিগত ১০ বছরের পরম্পরা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির দিন গুজরাটের ভারত-পাক সীমান্তে জওয়ানদের সঙ্গে সময় কাটান তিনি। সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন। একই সঙ্গে, নিজের ভাষণে পাকিস্তানকে দেন কড়া বার্তা।
গুজরাটের কচ্ছ জেলার ভারত-পাক সীমান্তে এদিন ভারতীয় জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিএসএফ-এর ইউনিফর্মে দেখা যায় তাঁকে। বিএসএফ ছাড়াও নৌসেনা এবং বায়ুসেনার জওয়ানরাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের মিষ্টিও বিতরণ করেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মোদী সীমান্তের জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রতিবারই দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে সারাদিন কাটান। এবার তিনি নিজ-রাজ্যেই ছিলেন। সেখান থেকে বক্তব্য রেখে তিনি নাম না করে পাকিস্তানকে নিশানা করে বলেন, ভারতের এক ইঞ্চিও জমি ছাড়বে না সরকার। বিন্দুমাত্র জমি বেহাত হতে দেবে না।
এদিন কচ্ছের লাকি নালার কাছে সেনাবাহিনীর জওয়ানদের মিষ্টিমুখও করান প্রধানমন্ত্রী। স্যার ক্রিক, যেখানে নজরদারি ও টহল অত্যন্ত কঠিন, নিরাপত্তা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদও জানান। ওই এলাকারই বিএসএফের আউটপোস্টও ঘুরে দেখেন মোদী। এসবের মধ্যেই তাঁর ভাষণে উঠে আসে জমি দখল মন্তব্য। পরোক্ষে নিশানা করেন পাকিস্তানকে।
বৃহস্পতিবারই সর্দার বল্লবভাই বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গুজরাটে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশের বিরোধী রাজনৈতিক জোটকে চরম আক্রমণ করেন। বলেন, কিছু অপশক্তি শুধুমাত্র দেশের একতা নষ্ট করার চেষ্টা করে চলেছে রাজনীতি করার জন্য। তাঁরা সাধারণ মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। জনসাধারণের উচিত এইসব লোকেদের চিহ্নিত করে 'আরবান' নকশালদের জোটের বিরুদ্ধে একজোট হওয়া।