শেষ আপডেট: 12th September 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: গণেশ পুজো উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন প্রধানমন্ত্রীকে পুজোয় আমন্ত্রণ জানাতে গেলেন প্রধান বিচারপতি, যেখানে দু’জনে সংবিধানের দুটি স্তম্ভের শীর্ষে অবস্থান করছেন। দু’জনেরই ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থাকাই বাঞ্ছণীয়।
গণেশ পুজো উপলক্ষে বুধবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতি ও তাঁর পরিবারের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে দেবতাকে প্রণাম করেন প্রধানমন্ত্রী।
শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত প্রধান বিচারপতির প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং নরেন্দ্র মোদীর আমন্ত্রণ রক্ষার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কড়া সমালোচনা করেছেন দু’জনের। রাউতের বক্তব্য, প্রধানমন্ত্রী সরকার প্রধান। তাঁর সরকারের বিরুদ্ধে গুচ্ছ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। এক অর্থে প্রধানমন্ত্রী সরকারি মামলার বাদি। তিনি কী করে প্রধান বিচারপতির বাড়িতে যেতে পারেন? প্রধান বিচারপতিই বা কেন আইন ও সংবিধান লঙ্ঘন করে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেছেন।
সরকার ও বিচার বিভাগের প্রধানেরা সাধারণত রাষ্ট্রীয় কর্মসূচি উপলক্ষে একে অপরের সরকারি বাসভবনে যান। পুজোআচ্চা তার মধ্যে পড়ে না। যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর বাড়ির আয়োজনে যোগ দেন প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ওই সব দিনেই প্রধান বিচারপতির বাড়ির অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রীও।