প্রধানমন্ত্রী মোদী ও নিখিল কামাথ।
শেষ আপডেট: 10th January 2025 15:06
নিখিল কামাথ তাঁর পডকাস্টের উদ্দেশ্য সম্পর্কে বলেন, তিনি রাজনীতি ও এন্টারপ্রেনারশিপের মধ্যে সাদৃশ্য খুঁজে বের করতে চান। তিনি আরও জানান, যে পডকাস্টে প্রধানমন্ত্রী মোদীকে তিনি অনুরোধ করেন তাঁর 'খারাপ হিন্দি' ক্ষমা করতে। মোদীও উত্তরে মজা করে বলেন, 'হাম দোনোকি অ্যায়সে হি চলেগি।' মানে আমাদের এরকম কথোপকথন হলেই চলবে।
কথোপকথনের এক পর্যায়ে নিখিল কামাথ প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করেন, তরুণদের জন্য কী পরামর্শ রয়েছে, যাঁরা রাজনীতিতে যোগ দিতে চান। উত্তরে মোদী বলেন, 'রাজনীতিতে ভাল মানুষের আসা দরকার। তাঁরা যেন শুধু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, একটি মিশন নিয়েও আসেন।'
প্রধানমন্ত্রী তাঁর এক পুরনো বক্তব্য নিয়ে নিজের ভুলও স্বীকার করেন। তিনি বলেন, 'আমি একবার অসংবেদনশীল কিছু কথা বলেছিলাম। ভুল হয়ে গেছিল। আমারও ভুল হয়। আমি তো মানুষ, ভগবান নই।'
দু’জনের আলোচনায় বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, মোদীর প্রথম ও দ্বিতীয় মেয়াদের পার্থক্য এবং রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা-- এসব বিষয় ঘুরেফিরে আসে। নিখিল কামাথ তাঁর দক্ষিণ ভারতীয় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'আমাদের শেখানো হতো যে রাজনীতি একটি নোংরা খেলা।' মোদী উত্তরে বলেন, 'যদি আপনি সত্যিই তা বিশ্বাস করতেন, তবে আমাদের এই আলোচনা হতো না।'
দুই মিনিটের ট্রেলারের শেষে জানানো হয়েছে, এই বিশেষ পর্বটি শীঘ্রই প্রকাশিত হবে, তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এই ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী মোদীর এই উন্মুক্ত এবং গভীর আলোচনা শোনার জন্য।