অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 13 July 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: চার হাত এক হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তাঁদের বিয়েতে কার্যত গোটা বিশ্বের তাবড় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। সিনেমা জগত থেকে শুরু করে ক্রিকেট দুনিয়া, রাজনীতি... সব ক্ষেত্র থেকেই মানুষ এসেছেন। আর সেখানে দেশের প্রধানমন্ত্রী থাকবেন না তা হয়। শনিবার আম্বানিদের বিয়েবাড়িতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন নব দম্পতি।
শনিবার রাতে অনন্ত-রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের আসরে তিনি আসেননি, তবে এই অনুষ্ঠানে শুধু যোগই দেননি প্রধানমন্ত্রী, নতুন দম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি উপহারও দিলেন। অনন্ত এবং রাধিকা প্রধানমন্ত্রীর থেকে রুপোর থালায় সাজানো ঈশ্বরের ছবি পেয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা যায় দুজনকে। শুক্রবার এই বিয়েতে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে নিয়ে ব্যস্ত হলেও মুকেশ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। উষ্ণ অভ্যর্থনাও জানান তিনি।
বিশ্বের অন্যতম ধনকুবের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তর সঙ্গে ব্যবসায়ী-কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে হয়েছে শুক্রবার। বছরখানেকেরও বেশি সময় ধরে এই বিয়ের প্রস্তুতিপর্ব চলছে। বিয়ের জাঁকজমক, বৈভব দেখে ভারতীয়রা তো বটেই তাজ্জব হয়ে গিয়েছে গোটা দুনিয়া। অনেকেই মনে করছেন এই বিয়ের খরচ ৫০০০ কোটির কাছাকাছি! যা অবশ্য মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণের মাত্র ০.৫ শতাংশ।
ছোট ছেলে অনন্তর বিয়েতে অতিথিদের নিয়ে আসার জন্য তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছেন মুকেশ আম্বানি। বিশিষ্ট অতিথিদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে উড়িয়ে নিয়ে এসেছে এই বিদেশি জেট চার্টার্ড বিমান। শুধু ১০ আসনবিশিষ্ট এই তিনটি জেটই নয়, অন্তত ১০০টি বিমান তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। ঘণ্টাপ্রতি এই বিমানের ভাড়া হল ৭ লক্ষ ২০ হাজার টাকা। আনুষঙ্গিক খরচ আলাদা। ইতিমধ্যে মুম্বই পুলিশ গত ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সমুখী সমস্ত রাস্তায় সাধারণ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধুমাত্র বিয়েবাড়িগামী গাড়িই ওই রাস্তায় ঢুকতে পারবে।