Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Anant Ambani-Radhika Merchant Wedding

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, পা ছুঁয়ে প্রণাম করলেন নব দম্পতি

শনিবার আম্বানিদের বিয়েবাড়িতে দেখা গেল নরেন্দ্র মোদীকে।

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী, পা ছুঁয়ে প্রণাম করলেন নব দম্পতি

অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 13 July 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: চার হাত এক হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তাঁদের বিয়েতে কার্যত গোটা বিশ্বের তাবড় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। সিনেমা জগত থেকে শুরু করে ক্রিকেট দুনিয়া, রাজনীতি... সব ক্ষেত্র থেকেই মানুষ এসেছেন। আর সেখানে দেশের প্রধানমন্ত্রী থাকবেন না তা হয়। শনিবার আম্বানিদের বিয়েবাড়িতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন নব দম্পতি। 

শনিবার রাতে অনন্ত-রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের আসরে তিনি আসেননি, তবে এই অনুষ্ঠানে শুধু যোগই দেননি প্রধানমন্ত্রী, নতুন দম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি উপহারও দিলেন। অনন্ত এবং রাধিকা প্রধানমন্ত্রীর থেকে রুপোর থালায় সাজানো ঈশ্বরের ছবি পেয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা যায় দুজনকে। শুক্রবার এই বিয়েতে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে নিয়ে ব্যস্ত হলেও মুকেশ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। উষ্ণ অভ্যর্থনাও জানান তিনি।  

বিশ্বের অন্যতম ধনকুবের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তর সঙ্গে ব্যবসায়ী-কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে হয়েছে শুক্রবার। বছরখানেকেরও বেশি সময় ধরে এই বিয়ের প্রস্তুতিপর্ব চলছে। বিয়ের জাঁকজমক, বৈভব দেখে ভারতীয়রা তো বটেই তাজ্জব হয়ে গিয়েছে গোটা দুনিয়া। অনেকেই মনে করছেন এই বিয়ের খরচ ৫০০০ কোটির কাছাকাছি! যা অবশ্য মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণের মাত্র ০.৫ শতাংশ। 

ছোট ছেলে অনন্তর বিয়েতে অতিথিদের নিয়ে আসার জন্য তিনটি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছেন মুকেশ আম্বানি। বিশিষ্ট অতিথিদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে উড়িয়ে নিয়ে এসেছে এই বিদেশি জেট চার্টার্ড বিমান। শুধু ১০ আসনবিশিষ্ট এই তিনটি জেটই নয়, অন্তত ১০০টি বিমান তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। ঘণ্টাপ্রতি এই বিমানের ভাড়া হল ৭ লক্ষ ২০ হাজার টাকা। আনুষঙ্গিক খরচ আলাদা। ইতিমধ্যে মুম্বই পুলিশ গত ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সমুখী সমস্ত রাস্তায় সাধারণ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধুমাত্র বিয়েবাড়িগামী গাড়িই ওই রাস্তায় ঢুকতে পারবে। 


ভিডিও স্টোরি