শেষ আপডেট: 4th February 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: প্রায় পাঁচ দশক ধরে আমরা একটা স্লোগান শুনে এসেছি, আর তা হল গরিবি হটাও। আজ ২৫ কোটি ভারতবাসী সেই দারিদ্র্যকে জয় করতে সক্ষম হয়েছেন। তাঁরা আজ দারিদ্র্যসীমার উপরে চলে এসেছেন। এটা কোনও তুকতাক করে হয়নি। একটি পরিকল্পিত লক্ষ্য নিয়ে চলে সম্ভব হয়েছে। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসকে পরোক্ষে তোপ দেগে এই ভাষাতেই আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর নাম না করেই তিনি আরও বলেন, যারা বারবার ভোটে হেরে যায়, তাদের মানসিক ভারসাম্য তো হারাবেই।
তিনি আরও বলেন, আমরা গরিবদের জন্য কেবল ফাঁকা আওয়াজ দিই না। আমরা তাদের লড়াইকে সম্মান করি, তাদের দুঃখ-যন্ত্রণা লোপের চেষ্টা করি। আসলে এর জন্য প্রয়োজন নিষ্ঠাবান হওয়া। আমি বলতে বাধ্য হচ্ছি যে, কিছু মানুষের মধ্যে এসব নেই, কটাক্ষ মোদীর। অরবিন্দ কেজরিওয়ালের নাম না করে মোদী আরও বলেন, কিছু নেতার নজর হচ্ছে জ্যাকুজির দিকে। কিন্তু, আমাদের লক্ষ্য সকলের ঘরে জল পৌঁছানো। তাঁর কথায়, রাষ্ট্রপতি যখন সেইসব উন্নয়নের কথা বলছেন, তখন যাঁরা ছবি তুলতে এবং ব্যক্তিগত বিনোদনের জন্য বস্তিতে বস্তিতে ঘুরে বেড়ান, তাঁদের কাছে তো সেই ভাষণ ক্লান্তিকর ঠেকবেই।
খুবই সৌভাগ্যের যে দেশবাসী আমাকে টানা ১৪ বার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি সকল দেশবাসীর প্রত্যাশাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব। মঙ্গলবার বিকেলে লোকসভায় এই কথা বলে বাজেট অধিবেশনের চতুর্থ দিনে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।