নরেন্দ্র মোদী এবং সনিয়া গান্ধী
শেষ আপডেট: 1st February 2025 00:01
দ্য ওয়াল ব্যুরো: সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অপমানজনক মন্তব্য করেছে কংগ্রেস! এমনই অভিযোগ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি নিশানা করেছেন বর্ষীয়ান নেত্রী সনিয়া গান্ধীকে। মোদীর কথায়, দেশের এক জনজাতি মহিলাকে শুধু নয়, ১০ কোটি মানুষকে অপমান করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে যে ভাষণ দিয়েছেন তা শুনে সনিয়া গান্ধী বলেছিলেন, ''দেখে মনে হয়েছে তিনি ঝিমিয়ে পড়েছেন। তাঁর বলতে ইচ্ছা করছিল না। খুবই বোরিং ছিল...''। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসকে কার্যত তুলোধনা করেছেন। তাঁর কথায়, কংগ্রেসের 'রয়্যাল ফ্যামিলি' দেশের ১০ কোটি মানুষকে অপমান করেছে।
মোদীর বক্তব্য, ''রাষ্ট্রপতি এমন পরিবার থেকে আসেন যেখানে তাঁর মাতৃভাষা হিন্দি নয়, ওড়িয়া। সংসদে তিনি যে ভাষণ দিয়েছেন তা সকলকে অনুপ্রাণিত করেছে। কিন্তু কংগ্রেসের রাজপরিবারের বিষয়টি ভাল লাগেনি। তাঁরা তাঁকে অপমান করতে শুরু করেছে। একজন তো বলেছেন, তিনি নাকি বোরিং ভাষণ দিয়েছেন।'' দিল্লির এক নির্বাচনী সভা থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী হোন কিংবা কংগ্রেসের অন্য কোনও নেতা, বিদেশে গিয়ে মোদী সরকারের সমালোচনা করতে দেখা গেছে অনেককেই। সেই প্রসঙ্গও টেনে তুলে মোদী এই সভা থেকে বলেছেন, ''কংগ্রেস সব সময়ই দেশকে অপমান করে। বিদেশের মাটিতে গিয়েও দেশ নিয়ে খারাপ মন্তব্য করতে ছাড়ে না। আজ ভারতের রাষ্ট্রপতিকেও অপমান করে জনজাতি সম্প্রদায়ের ১০ কোটি মানুষকে তাঁরা ছোট করেছে।'' মোদীর মতো বিজেপি নেতা জেপি নাড্ডাও কটাক্ষ করেছেন সনিয়াকে। তাঁর স্পষ্ট কথা, এই ধরনের মন্তব্যেই বোঝা যায় কংগ্রেস গরিব-বিরোধী, দেশ-বিরোধী।
আর মাত্র ৫ দিন পরই দিল্লি বিধানসভা ভোট। তার আগে কংগ্রেস নেত্রীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে দলের। এদিকে নয়া হাতিয়ার পেয়েছে বিজেপিও। আম আদমি পার্টির সঙ্গে তো এখন কংগ্রেসের সংঘাত তীব্র। তার ওপর সনিয়া গান্ধীর মন্তব্য যেন কংগ্রেসের কাছেই গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। মোদী তো শুক্রবারের সভা থেকে দিল্লিবাসীকে বার্তাই দিয়েছেন, ''সতর্ক থাকুন। কাদের হাতে ক্ষমতা দিলে আপনার ভাল হবে, সেটা বুঝতে শিখুন...''