শেষ আপডেট: 7th February 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: রানি সনিয়া গান্ধী এবং কমান্ডার রাহুল গান্ধী রাজ্যসভায় আজ অনুপস্থিত। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিজের যাবতীয় বক্তব্য পেশ করছেন খাড়্গে। কারণ তাঁরা থাকলে বলার সুযোগ পান না তিনি। বুধবার রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে এমনই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ভাষণের শুরু থেকেই খাড়্গেকে নিশানা করেন মোদী। বলেন, “আমি আগের দিন খাড়্গেজির কথা খুব মন দিয়ে শুনছিলাম। উনি তো সাধারণত এতকিছু বলার সুযোগ পান না। তবে এখন রানি ও কমান্ডার নেই। তাই সুযোগের সদ্ব্যবহার করেছেন।” বর্তমানে খাড়্গে কংগ্রেস সভাপতির আসনে থাকলেও পার্টির যাবতীয় রাশ যে এখনও সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর হাতেই, আকারে ইঙ্গিতে প্রধানমন্ত্রী সেই কথাই বোঝাতে চেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সোনিয়া এবং রাহুলের উপস্থিতিতে কংগ্রেস সভাপতি যে বলার সুযোগ পান না, সেই খোঁচা দিতেও ছাড়েননি মোদী।
এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে প্রস্তুতি তুঙ্গে। সেই আবহে দেশের সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও কার্যত 'সংরক্ষণ-বিরোধী' বলে দাগিয়ে দিলেন মোদি। তাঁর দাবি, বিআর অম্বেদকর না থাকলে, তফসিলি, অনগ্রসর শ্রেণি কখনও সংরক্ষণই পেতেন না।
এখানেই শেষ নয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও নজিরবিহীন ভাবে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, “একজন তো অন্য কোথায় একটা আছে। তাই আগের দিন বিনোদন কম হচ্ছিল। তবে খাড়্গেজিই সেই বিনোদনের শূন্যস্থান পূরণ করছিলেন।”
এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন,“কংগ্রেস পার্টির যুবরাজকে স্টার্ট আপ করে বাজারে ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো নন স্টার্টার।” মোদীর মুখে এটুকু শুনেই হাসতে শুরু করে দেন বিজেপি সাংসদ-মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর কথায় দৃশ্যত আমোদিত হন সভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। প্রধানমন্ত্রী রাহুলের নাম না নিয়ে বলেন, ‘ও লঞ্চও হচ্ছে না লিফ্টও করা যাচ্ছে।’ এ কথা বলে ফের হেসে ফেলেন প্রধানমন্ত্রী।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৪০০ টি আসল জিতবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। আর সেই প্রসঙ্গেও এদিন খাড়্গকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, ''খাড়গেজিই বিজেপিকে ৪০০ পারের আশীর্বাদ করেছেন। বিরোধীরা আমাকে চুপ করাতে পারবেন না। তিনি (মল্লিকার্জুন খাড়গেকে) নিজে আবার কবে এমন কথা বলার সুযোগ পাবেন?'
শুক্রবার রেড রোডের ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের উদ্দেশে বলেছিলেন, গোটা দেশে ৩০০ আসনে লড়ুক কংগ্রেস। চল্লিশটাও পার করতে পারবে না। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে রাজ্যসভায় কংগ্রেসকে খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের দিকে তাকিয়ে বলেন,“পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা চল্লিশও পার করতে পারবেন না। আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেন চল্লিশটা (পড়ুন আসন) বাঁচাতে পারেন”।
প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর ভূমিকা নিয়ে সংসদের উচ্চকক্ষে বিজেপিকে খোঁচা দিয়েছিল কংগ্রেস। মোদী সরকারকে আদিবাসী এওবং অনগ্রসর শ্রেণির বিরুধীও বলেছিল হাত শিবির। বুধবার রাজ্যসভায় বাজেট বক্তৃতার উপর আলোচনা করতে গিয়ে এই দুই প্রসঙ্গ টেনেই কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেই 'কংগ্রেস ব্রিটিশদের তাবেদারি' করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।