ইজরায়েল বৃহস্পতিবার ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা (Iran-Israel Conflict) চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁদের মধ্যে আলোচনার প্রসঙ্গে মোদী জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি।
ইজরায়েল বৃহস্পতিবার ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এই পদক্ষেপের পর দুই দেশের মধ্যে সংঘাত আরও ঘনীভূত হয়েছে। তাই এমন আবহে ভারতের প্রধানমন্ত্রীকে নেতানিয়াহুর ফোন ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। খোদ নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি ভারতের দৃষ্টিভঙ্গি জানিয়েছি এবং দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছি।''
এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেই বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ইরান-ইজরায়েল সম্পর্কের অবনতিতে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। গোটা পরিস্থিতির দিকে তাঁদের নজর রয়েছে। একইসঙ্গে ভারত দুই দেশকে ‘উসকানিমূলক কোনও পদক্ষেপ’ না নেওয়ার আহ্বানও জানায়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে নেতানিয়াহু একাধিক বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। তবে এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়নি। যদিও এরই মধ্যে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, “আমেরিকার তৈরি অস্ত্র পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী। আর সেগুলোর অনেকটাই এখন ইজরায়েলের হাতে। তাই ইরানের এখনই একটা চুক্তিতে আসা উচিত।”
অন্যদিকে এও জানা গেছে, বিভিন্ন দেশের দূতাবাসগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের আশঙ্কা তাঁদের বিমানহানার জবাব দিতে এই দূতাবাসগুলিকে 'টার্গেট' করা হতে পারে। তাই সেই কেন্দ্রগুলি সাময়িক ভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।