‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি (BJP)। পাকিস্তানকে (Pakistan) জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে (Indian army) ধন্যবাদ জানাতে গোটা দেশে আগামী দশ দিন জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা (Tiranga Yatra) করবে বিজেপি।
তিরঙ্গা যাত্রা
শেষ আপডেট: 13 May 2025 10:09
দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি (BJP)। পাকিস্তানকে (Pakistan) জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে (Indian army) ধন্যবাদ জানাতে গোটা দেশে আগামী দশ দিন জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা (Tiranga Yatra) করবে বিজেপি। পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকেই কলকাতা-সহ জেলাগুলিতে এই কর্মসূচি শুরু হবে। তবে ১৬ মে গোটা রাজ্যে এক সঙ্গে প্রচার চালানো হতে পারে।
প্রচারে বিজেপি কী বলবে, সে ব্যাপারে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (PM Narendra Modi) দলের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতিতে ভারত সায় দিলেও অপারেশন সিঁদুর বিজয় অর্জন করেছে দেশ। এরপর থেকে জঙ্গি হামলার জবাব এভাবেই দেওয়া হবে।
বিজেপি সুত্রের খবর, অপারেশন সিঁদুরের সাফল্য দাবি করে সোমবারই পথে নামার কথা ছিল দলের। রবিবারব বিকালে দলীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বৈঠকে স্থির হয় সোমবার দেশে দলের সব সাংগঠনিক জেলায় মিটিং-মিছিল করে সেনা বাহিনীকে অভিনন্দন জানানো হবে। আর সেই সুবাদেই অভিযানের কৃতিত্ব দাবি করবে দল।
কিন্তু সোমবার সকালে নতুন নির্দেশ পাঠিয়ে কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্ব কর্মসূচি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করেন। তাঁরা মনে করেন, কতগুলি বিষয়ে স্পষ্ট জবাব ছাড়া জনগণের মুখোমুখি হওয়া কঠিন। তারমধ্যে উল্লেখযোগ হল ঠিক কোন পরিস্থিতিতে ভারত সংঘর্ষ বিরতিতে সায় দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে, সে ব্যাপারেও ব্যাখ্যা প্রয়োজন। পহেলগামের হত্যাকারীদের কেন এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি সেই প্রশ্নেরও সদুত্তর দরকার।
ঠিক হয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পর দল মাঠে নামবে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভাষণে স্পষ্ট করে দেন সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হলেও অতঃপর জঙ্গি হামলার জবাব হবে অপারেশন সিঁদুর। প্রধানমন্ত্রী আরও জানিয়ে দেন, পাকিস্তানের সঙ্গে একটি বিষয়েই আলোচনা হতে পারে—পাক অধিকৃত কাশ্মীর ফেরানো।
বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র সোমবার রাতে দাবি করেন, অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের ১১টি বিমানঘাঁটি বিধ্বস্ত হয়েছে। নিগত হয় একশো জঙ্গি ও ৫০জন জওয়ান। সেই সঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে পাক সেনার দম্ভ। পাত্র দাবি করেন, সেনার নিশানা একশোভাগ সফল হয়েছে। জানা গিয়েছে দশ দিনের তিরঙ্গা যাত্রাই এই কথাই প্রচার করবে বিজেপি।