ওরাংওটাংয়ের সঙ্গে মোদী।
শেষ আপডেট: 4th March 2025 14:36
একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী এক ওকাপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। খোলা আকাশের নীচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন, ওরাংওটাংকে জড়িয়ে ধরে খেলছেন, এবং হিপোপটেমাস, কুমির, জেব্রা, জিরাফ, সিল ও এই ধরনের বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটাচ্ছেন।
A lion doesn’t need to prove his strength and neither does a true leader.
— Mona Patel ???????????????? (@MonaPatelT) March 4, 2025
PM Modi walking alongside these majestic creatures isn’t just a photo it’s a symbol of fearless governance, unwavering determination and a leader who stands for the pride of Bharat ???????????? pic.twitter.com/lUGqdeaGNd
প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য ভান্তারায় নানারকম বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সংরক্ষণের বিশেষ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, এশীয় সিংহ, তুষার চিতা, একশৃঙ্গ গন্ডার-সহ বিভিন্ন বিপন্ন প্রাণীর রক্ষণাবেক্ষণ, বিশ্বের সবচেয়ে বড় হাতির হাসপাতাল, আধুনিক পশু হাসপাতাল, এমআরআই, সিটি স্ক্যান, ইনটেনসিভ কেয়ার ইউনিট, অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, ডেন্টিস্ট্রি, ও অভ্যন্তরীণ চিকিৎসার বিভাগ ইত্যাদি।
প্রধানমন্ত্রী মোদী একটি এশীয় সিংহের এমআরআই রিপোর্টও পর্যবেক্ষণ করে দেখেন, অপারেশন থিয়েটারে একটি চিতাবাঘের অস্ত্রোপচার দেখতে যান, হাতিদের পুলে দেখতে যান, দু-মুখো সাপ, কচ্ছপ, ভোঁদড়-- ইত্যাদি নানা প্রজাতির জলচর প্রাণীদেরও পরিদর্শন করেন।