শেষ আপডেট: 12th January 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দকে 'হিন্দু প্রতীক' হিসাবে তুলে ধরতে বিজেপি বরাবর সক্রিয়। প্রধানমন্ত্রীর (Narendra Modi) একাধিক ভাষণে দেশের যুবদের চাঙ্গা করতে বিবেকানন্দের প্রসঙ্গ উঠে এসেছে। আজ সেই মনীষীরই জন্মদিন।
স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মতিথিতে শ্রদ্ধা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লেখেন, দেশের তরুণ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ। তাঁর দেখা 'শক্তিশালী এবং উন্নত ভারতের' স্বপ্ন পূরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মোদী লেখেন, 'স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তারুণ্যের জন্য তিনি চিরন্তন অনুপ্রেরণা। তিনি তরুণদের মনে আবেগ এবং উদ্দেশ্য জাগিয়ে চলেছেন। তাঁর দেখা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।'
মানব সমাজের জন্য যে বাণী স্বামী বিবেকানন্দ দিয়ে গিয়েছিলেন তার আবেদন চিরকালীন। যদিও ভারতীয় জনতা পার্টির বরাবরের অভিযোগ, বিবেকানন্দের বিভিন্ন উদ্ধৃতির পছন্দমতো অংশ প্রচার করে, বাকি অংশ বাদ দিয়ে তাঁকে 'নাস্তিক' প্রমাণ করার চেষ্টা করে বামফ্রন্ট, তৃণমূল এবং কংগ্রেস।
এর আগে সময়ে, অসময়ে বিজেপির একাংশ মোদীরূপেই বিবেকানন্দ ফের ধরাধামে অবতীর্ণ হয়েছেন বলে বুক ঠুকে ঘোষণা করেছিল। কেউ আবার স্মরণ করিয়ে দিয়েছিল, নরেন্দ্রর সঙ্গে নরেন্দ্রর নামের মিলও রয়েছে বলে। তা নিয়ে প্রত্যেক বছরই নিয়ম করে রাজনৈতিক তরজা অব্যাহত থাকে।