শেষ আপডেট: 9th February 2025 00:55
দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর শনিবারই আম আদমি পার্টির সরকারকে গদিচ্যুত করে দিল্লির দখল নিয়েছে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় গেরুয়া শিবিরের পকেটে গিয়েছে ৪৮টি আসন। এদিন সকালে গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই রাজধানী শহরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মী, সমর্থকরা। দিন শেষে আপের বিদায়ঘণ্টা বাজিয়ে দলের সদর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই বিজেপিকে সুযোগ দেওয়ার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে একের পর এক ইস্যুতে বিরোধীদের যখন তুলোধনা করছেন প্রধানমন্ত্রী, ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। বক্তব্যের মাঝেই আচমকা থেমে গেলেন তিনি।
বিষয়টি প্রথমে কারও নজরে না এলেও চোখ এড়ায়নি নমোর। তিনি দেখতে পান, মঞ্চের প্রথম সারিতে বসে থাকা এক দলীয় কর্মী অসুস্থ বোধ করছেন।
এরপরই বক্তব্য থামিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মীর দিকে ইঙ্গিত করে বলেন, "ও কি ঘুমিয়ে পড়েছে নাকি অসুস্থ? দয়া করে পরীক্ষা করে দেখুন। একটু জল দিন। ও অসুস্থ মনে হচ্ছে, দয়া করে দেখাশোনা করুন...।" প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কর্মীরা। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, মোহিত ওয়াধা নামে এক কর্মী এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।
इसलिए हर दिल में बसते हैं मोदी, देखिए कैसे कार्यकर्ता की तबियत खराब होने पर स्पीच को बीच में रोक दिया और देखभाल करने का निर्देश दिया#दिल्ली_के_दिल_में_मोदी #DelhiElectionResults pic.twitter.com/qUC0oHf5EK
— MohitWadhwa (@mohitwadhwa01) February 8, 2025
যদিও কিছুক্ষণ পর কর্মীটি কিছুটা জল খাওয়ার পর একটু সুস্থ বোধ করেন এবং জানান তিনি আপাতত ঠিক আছেন। এরপরই প্রধানমন্ত্রী ফের নিজের ভাষণ শুরু করেন। এদিন দিল্লিবাসী ‘আপদ বিদায়’ করেছে বলেও আপকে কটাক্ষ করেন তিনি। তাঁর আরও দাবি, আড়াই দশক পর দিল্লিতে এই জয় কোনও সাধারণ জয় নয়। বরং এটি একটি ঐতিহাসিক জয়।
তবে শুধুই জনগণের রায় নয়। মোদীর মুখে উঠে আসে দিল্লি বিজেপির নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথাও। তিনি বলেন, ‘এই জয়ের পিছনে হাত রয়েছে দিল্লির বিজেপি নেতা-কর্মীদেরও। তাদের অক্লান্ত পরিশ্রমেই এসেছে এই সুখের দিন।’
১৯৯৮ সালে শেষ বার ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি।