Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারা
PM Modi

PM Modi: সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে রেয়াত নয়! মোদীর ভাষণে গুরুত্বপূর্ণ ১০ তথ্য

যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে পরিস্থিতি বিশেষে সন্ত্রাস দমনে ভারত যে আবারও যোগ্য জবাব দিতে তৈরি, এদিন জাতির উদ্দেশে ভাষণ থেকে পাকিস্তানের (Pakistan) উদ্দেশে তা ফের দ্ব্যর্থহীন ভাষায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

PM Modi: সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে রেয়াত নয়! মোদীর ভাষণে গুরুত্বপূর্ণ ১০ তথ্য

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 12 May 2025 22:39


দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে পরিস্থিতি বিশেষে সন্ত্রাস দমনে ভারত যে আবারও যোগ্য জবাব দিতে তৈরি, এদিন জাতির উদ্দেশে ভাষণ থেকে পাকিস্তানের (Pakistan) উদ্দেশে তা ফের দ্ব্যর্থহীন ভাষায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।"

সন্ত্রাসের প্রশ্নে এদিন মোদীর ভাষণে যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয উঠে এল।

অপারেশন সিঁদুরে আমাদের সেনার শক্তি ও পরাক্রম সবাই দেখেছে। দেশের মা, বোন, মেয়েদের সেই পরাক্রম সমর্পণ করছি।

অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক। অপারেশন সিঁদুর মানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অখণ্ড প্রতিজ্ঞা।

বাহাওয়ালপুর আর মুরিদের মতো জঙ্গি ঠিকানা, বিশ্ব সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসবাদীরা আমাদের মা, বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমাদের সেনা ওদের ঠিকানাই দুনিয়া থেকে মুছে দিয়েছে।

অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। স্থগিত রেখেছি মাত্র। আগামী দিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রাখব। ভারতের তিন বাহিনী লাগাতার অ্যালার্ট রয়েছে।

পরমাণু অস্ত্র নিয়ে কোনও ব্ল্যাকমেল ভারত মুখ বুজে সহ্য করবে না। পরমাণু অস্ত্রের আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়াও বরদাস্ত করবে না।

সন্ত্রাস আর সন্ত্রাসে মদত দেওয়া রাষ্ট্রকে ভারত আলাদা করে দেখবে না। পাকিস্তানের সেনা ও সে দেশের সরকার যেভাবে সন্ত্রাসবাদে সার-জল দিচ্ছে, একদিন তা পাকিস্তানকেই খতম করে দেবে।

বিশ্বকে বলতে চাইব, আমাদের নীতি স্পষ্ট—পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।

সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।

পাকিস্তানের আর্তিতেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। ফের জঙ্গি হামলা হলে করা জবাব পাবে।

১০ যুদ্ধের মতোই সন্ত্রাসবাদকে চলতে দিতে পারি না। এই যুগ যুদ্ধেরও নয়, সন্ত্রাসেরও নয়।


ভিডিও স্টোরি