নরেন্দ্র মোদী ও লেক্স ফ্রিডম্যান।
শেষ আপডেট: 16th March 2025 23:10
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক আছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে বলতে পারি, এটি যুদ্ধের সময় নয়। আবার প্রেসিডেন্ট জেলেনস্কিকেও বন্ধুর মতো বলতে পারি, যতই সমর্থন থাকুক, যুদ্ধক্ষেত্রে সমাধান মিলবে না, আলোচনার টেবিলেই প্রকৃত সমাধান আসবে।'
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর ওপর নয়, গোটা বিশ্বেই পড়ছে। তাঁর কথায়, 'খাদ্য, জ্বালানি এবং সার সংকট গোটা বিশ্বকে ভোগাচ্ছে। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এখন সময় এক হয়ে শান্তির পথ খোঁজার।' তিনি আরও বলেন, 'আমি নিরপেক্ষ নই। আমি শান্তির পক্ষে, এবং সেটিই আমার অবস্থান।'
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী ভারতের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার শক্তিশালী দিকও তুলে ধরেন।
তিনি জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৮০ মিলিয়ন ভোটার ছিলেন, যা উত্তর আমেরিকা ও ইউরোপের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি। এর মধ্যে ৬৪৬ মিলিয়ন মানুষ চরম গরমের মধ্যেও ভোট দিতে বেরিয়েছিলেন, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ছিল।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল, 'প্রত্যন্ত গ্রামেও ভোটকেন্দ্র পৌঁছে যায়। এমনকি গুজরাটের গির অরণ্যে মাত্র একজন ভোটারের জন্যও ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল।'
তিনি বলেন, 'আমাদের দেশে ২৫০০-রও বেশি রাজনৈতিক দল এবং ৫০০০-র বেশি সংবাদপত্র রয়েছে, যা গণতন্ত্রকে শক্তিশালী রাখে।'
জনকল্যাণমূলক প্রকল্প প্রসঙ্গে মোদী বলেন, 'আমার সরকার নিশ্চিত করে, যে কোনও নাগরিক যেন বঞ্চিত না হন। জাত, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনও বিভেদ করা হয় না। আমাদের লক্ষ্য সকলের সমান উন্নয়ন নিশ্চিত করা, যাতে কেউ নিজেকে বঞ্চিত মনে না করেন।'
তিনি বলেন, 'ভরসা আমাদের শাসনব্যবস্থার মূল স্তম্ভ। এটি থাকলেই মানুষ জানে যে, আজ না হোক, কাল তারাও উপকৃত হবেই।'