শেষ আপডেট: 17th March 2025 00:04
মোদী এদিন পডকাস্টে বলেন, 'গুজরাতের ইতিহাসে ২০০২ সালের দাঙ্গা একমাত্র নয়।' তিনি দাবি করেন, এর আগে রাজ্যে ২৫০-র বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এবং বহুবার কারফু জারি করতে হয়েছে। তিনি আরও বলেন, ২০০২ সালের দাঙ্গাকে রাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে প্রচার করা হলেও, পূর্ববর্তী দাঙ্গাগুলোও সমানভাবে ধ্বংসাত্মক ছিল।
তিনি এ-ও দাবি করেন যে, 'আমার বিরুদ্ধে এক সাজানো প্রচার চালানো হয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষরা তখন ক্ষমতায় ছিল, তারা চেয়েছিল আমাকে দোষী প্রমাণ করতে। কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবতীয় আইনি পর্যালোচনা করে আমাদের সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে।'
মোদী বলেন, '২০০২ সালের পর গত ২২ বছরে গুজরাতে আর কোনও বড় দাঙ্গা হয়নি। আমরা সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে এসে সকলের উন্নয়ন নিশ্চিত করেছি।' তিনি জানান, গুজরাত এখন 'সবকা সাথ সবকা বিকাশ' নীতিতে এগোচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল তৈরি করে সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা হয়েছে।
মোদী এদিন আরও বলেন, 'সমালোচনা গণতন্ত্রের প্রাণ। যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে, তারা সমালোচনাকে স্বাগত জানায়। তবে অনেক সময় অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করা হয়, যা বাস্তব তথ্যের ভিত্তিতে নয়। সত্যিকারের সমালোচনা তখনই মূল্যবান হয়, যখন তা গবেষণার ওপর ভিত্তি করে করা হয়।'
এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, তাঁর সরকার ভোটের রাজনীতি থেকে বেরিয়ে এসে সার্বিক উন্নয়নে মন দিয়েছে। তাঁর মতে, 'আমরা ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে রাজনীতি করিনি, বরং মানুষের স্বপ্নপূরণের দিকে নজর দিয়েছি।'