শেষ আপডেট: 23rd September 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ভোটপ্রচারে এসে সোমবার প্রত্যাশামতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি-আরএসএসের দুর্গে রীতিমতো বোমাবর্ষণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী বুধবার, ২৫ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট। তার আগে এদিনই ছিল প্রচারের শেষদিন। রাহুল পুঞ্চ এবং শ্রীনগরের জনসভায় গেরুয়া শিবির লক্ষ্য করে একের পর এক তোপ দাগেন। কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়ছে ন্যাশনাল কনফারেন্স। সেই দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা মঞ্চে রাহুলকে ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী বলে ব্যাখ্যা করেন।
রাহুল ভাষণে বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত-এ অনেক গুরুগম্ভীর কথা বলেন। কিন্তু, কাম কি বাত ভুলে যান। কংগ্রেস দল প্রধানমন্ত্রী মোদীকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। এই দাবি করে রায়বরেলির এমপি আরও বলেন, এই মোদী আর আগের মোদী নেই। কংগ্রেস মোদীকে মানসিকভাবে হারিয়ে দিয়েছে। এখন বিরোধীরা যা চাইছে, তাই হচ্ছে।
স্থানীয়দের প্রাদেশিক মনোভাবকে উসকে দিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কাশ্মীরে এখন বহিরাগতর রাজ চলছে। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে কাশ্মীরের রাজা বলে উপহাসের সুরে মন্তব্য করেন। মোদীর কাম কি বাত বলতে রাহুল বলেন, কাশ্মীরের যুবকদের চাকরি এবং রাজ্য মর্যাদা দেওয়ার কথা তাঁর মুখে শোনা যায় না। আর সত্যি কথা বলতে কী, প্রধানমন্ত্রীর মন কি বাত এখন আর কেউ শোনেও না।
দেশের বিরোধী দলনেতার দাবি, ওনার ৫৬ ইঞ্চি ছাতি ছিল। কিন্তু ইন্ডিয়া জোট মোদীর মন ভেঙে দিয়েছে। মোদীর আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে। আমি তাঁকে খুব কাছ থেকে লোকসভায় দেখেছি। ওনার মনেও পরিবর্তন এসেছে। মুখভঙ্গিতেও বদল ঘটে গিয়েছে। এর জন্য ইন্ডিয়া জোটের জবাব নেই, বলেন রাহুল। তিনি বলেন, বিজেপি ও আরএসএস দেশে ঘৃণা ছড়িয়ে বেড়াচ্ছে। ভাইয়ে ভাইয়ে মারামারি বাধিয়ে দিচ্ছে। রাহুল দাবির সঙ্গে বলেন, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে দিতে কংগ্রেস কেন্দ্রের উপর চাপ সৃষ্টি চালিয়ে যাবে।