শেষ আপডেট: 10th January 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে 'জাতির জনক' মহাত্মা গান্ধীকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় একদিকে যেমন উঠে এল গান্ধী টুপির প্রসঙ্গ, ঠিক তেমনই নেতা হিসেবে গান্ধী কেমন ছিলেন, তা নিজের মতো করে ব্যাখ্যা করলেন মোদী।
কংগ্রেসের তরফে অনেকবারই অভিযোগ করা হয়েছে যে, নরেন্দ্র মোদী সরকার মহাত্মা গান্ধীকে সম্মান দেয় না। যদিও সেইসব অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি বিজেপি। আর নিখিল কামাথের সঙ্গে আলোচনায় মোদী স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন তিনি মহাত্মা সম্পর্কে ঠিক কী ভাবেন।
মোদী বলেন, ''সত্যিকারের নেতৃত্ব ও যোগাযোগের শক্তি ছিল তাঁর মধ্যে। তিনি কখনও টুপি পরতেন না, কিন্তু আজও বিশ্ব গান্ধী টুপির কথা মনে রেখেছে। এটাই সবথেকে বড় ব্যাপার।'' রাজনীতির প্রসঙ্গে মোদী বক্তব্য, ''গান্ধী নিজে সুবক্তা ছিলেন না। কিন্তু মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। সেই কারণেই তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।''
নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে মোদী বলেন, রাজনীতিতে ঢোকা সহজ। কিন্তু সাফল্য অর্জন করা সহজ নয়। কে কী বলছে, সমালোচনা করছে তা না ভেবে উচিত সংবেদনশীল হওয়া এবং নিজেকে শান্ত রাখা।
এই পডকাস্টেই মোদী আরও বলেন, তিনি এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করেননি। আর এটাও পণ করেছেন যে, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না। গত লোকসভা নির্বাচনের আগে মোদী নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলেছিলেন। তবে এই পডকাস্টে তাঁর মন্তব্য, ''আমিও ভুল করতে পারি, কারণ আমিও মানুষ, কোনও ভগবান নই। তবে আমি নিজের জন্য না, মানুষের জন্য করে যেতে চাই।''