প্রধানমন্ত্রী মোদী এবার পাঁচ দেশে গেলেও তাঁর সবচেয়ে বড় কর্মসূচি ব্রাজিলে। সেখানে ৬ ও ৭ জুলাই বসতে চলেছে ব্রিকস ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ব্রিকসের সম্মেলনের ঘোষণাপত্রে পহেলগামে জঙ্গি হানা এবং পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি নথিভুক্ত করতে চান প্রধানমন্ত্রী।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 July 2025 04:02
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আগামী আটদিন দেশে থাকছেন না। পাঁচ দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ বুধবার সকালে দিল্লি থেকে উড়েছে তাঁর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One)।
এই সফরে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ঘানায় (Ghana)। সেখান থেকে ত্রিনিদান-টোবাগো (Trinidad and Tobago), আর্জেটিনা (Arjentina), ব্রাজিল (Brazil) ও নাম্বিয়ায় (Nambia)। প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত ১১ বছরে এক দীর্ঘ বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী। সাম্প্রতিত অতীতে কোনও প্রধানমন্ত্রীর এত লম্বা সফরের নজির নেই। ১৯৭১-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে এক সফরে বহু দেশ গিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী এবার পাঁচ দেশে গেলেও তাঁর সবচেয়ে বড় কর্মসূচি ব্রাজিলে। সেখানে ৬ ও ৭ জুলাই বসতে চলেছে ব্রিকস ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ব্রিকসের সম্মেলনের ঘোষণাপত্রে পহেলগামে জঙ্গি হানা এবং পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি নথিভুক্ত করতে চান প্রধানমন্ত্রী। বস্তুত এই সফরে সেটাই ভারতের কাছে চ্যালেঞ্জ। গত সপ্তাহে চিনে এসসিও দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শত চেষ্টা করেও পাক নিন্দা সম্মেলনের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারেননি। প্রতিবাদে ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি রাজনাথ।
কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এসসিও সম্মেলন ভারতের জন্য অত্যন্ত হতাশাব্যাঞ্জক হয়েছে। মূলক পাকিস্তান ও চিনের আপত্তিতে ভারত কোণঠাসা ছিল সেখানে।
অন্যদিকে, অর্থনীতি বিষয়ক মঞ্চ ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না চিন ও রাশিয়ার প্রেসিডেন্ট যথাক্রমে শি জিংপিন এবং ভ্লাদিমির পুতিন। আর পাকিস্তান ব্রিকসের সদস্য নয়। ভারত এই সুযোগে এই আন্তর্জাতিক মঞ্চে পহেলগামের ঘটনা এবং পাকিস্তানের ভুমিকার নিন্দা নথিভুক্ত করতে চাইছে।
বুধবার সকালে দেশ ছাড়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী কয়েকদিন, আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় গোটা বিশ্বকে আরও এগিয়ে নিতে আলোচনা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
প্রায় তিন দশক পর ঘানায় ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন। ত্রিনিদান ও টোবাগোয় ভারতের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ২৭ বছর পর। আর্জেটিনায় ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরটি হতে চলেছে ৫৭ বছর পর। নামিবিয়াতেও ২৭ বছর পর পা রাখতে চলেছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সম্মানে নামিবিয়া সরকার তাঁদের জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে। মোদী সভায় ভাষণ দেবেন।