মঙ্গলবারের মোদীর এই সফর যেন এক ঢিলে দুই পাখি মারল!
এস ৪০০-এর সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 13 May 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: ভারতের একাধিক এয়ারবেস সহ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস (Air Defence System) করার দাবি করেছিল পাকিস্তান। তবে মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে (Punjab Adampur Airbase) জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করে নিঃশব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুঝিয়ে দিয়েছেন পড়শি দেশ কত বড় মিথ্যে কথা বলেছে। দেশের সেই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস ৪০০-এর (S-400) সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করলেন মোদী।
পাকিস্তানের দাবি ছিল, তাঁরা পাঞ্জাবের এই এয়ারবেসেরও ক্ষতি করেছে। কিন্তু মঙ্গলবারের মোদীর এই সফর যেন এক ঢিলে দুই পাখি মারল! এক সফরেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, না পাকিস্তান এস ৪০০-এর কোনও ক্ষতি করতে পেরেছে, না এয়ারবেসের কোনও ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা সেই ছবির ভিত্তিতেই নতুন করে পাকিস্তানকে ট্রোল করতে শুরু করেছেন।
সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্য নিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। একই সঙ্গে পাকিস্তানকে হুঙ্কার দিয়ে তাঁর বক্তব্য ছিল, এবার থেকে তাঁদের সঙ্গে কথা হলে অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে। এছাড়া, আগামী দিনে ভারতের বিরুদ্ধে কোনও জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই ধরে নেওয়া হবে। মঙ্গলবার পাঞ্জাবের এয়ারবেস থেকে কার্যত একই সুরে পাকিস্তানকে তুলোধনা করেন মোদী।
পাঞ্জাবের এয়ারবেস থেকে জওয়ানদের উদ্দেশে মোদী বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান এমন হামলা করার চেষ্টা করলেই ঘরে ঢুকে মারা হবে। এটাই 'নিউ নর্মাল' হিসেবে বিবেচিত হবে। মোদীর কথায়, ভারত যে ফের এয়ারস্ট্রাইক করবে তা ভাবতে পারেনি পাকিস্তান। তাই তারা ভয় পেয়েছে। তবে আগামী দিনে এমন হামলা হলে আবার প্রত্যাঘাত হবে। জঙ্গিদের আর কোনও সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর বক্তব্য, ''পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতের দিকে নজর দেওয়ার একটাই পরিণাম, সেটা হল বিনাশ। আমরা যে ঘরে ঢুকে মারতে পারি, ওদের সেই বার্তাই দিয়েছি।''