শেষ আপডেট: 3rd January 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'কট্টর বেইমান' শিরোপা দিয়ে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি বলেন, গত ১০ বছর ধরে দিল্লিকে ঘিরে রয়েছে এক আপদা (আপদ)। আন্না হাজারের মতো মানুষকে সামনে রেখে কিছু কট্টর বেইমান মানুষ দিল্লিকে বিপর্যয়ের (আপদা) দিকে ঠেলে নিয়ে গিয়েছে।
শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের বীর সাভারকর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মোদীর তির ছিল সরাসরি আপ নেতা কেজরিওয়ালের দিকে। এই উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে মোদী বলেন, বর্তমানের আপ সরকার দিল্লির বাচ্চাদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবেনি, করেনি। কেন্দ্র সরকারের পাঠানো অর্ধেক টাকা শিক্ষাখাতে খরচও করেনি কেজরির সরকার। এছাড়াও আবগারি দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়েও কেজরির দলকে তুলোধনা করেন মোদী।
ভোটপ্রচারের দরজায় কড়া নেড়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই আপ সরকারকে হটিয়ে দিন। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। এই নতুন বছর মানুষের সামনে তরতাজা রাজনীতি এবং জাতীয় উন্নয়নের বার্তা নিয়ে আসবে। ২০২৫ সাল দেশের রাজধানীতে সুশাসন নিয়ে আসবে, এক নয়া দিশা নিয়ে আসবে। জনকল্যাণ এবং দেশকল্যাণে রাজনীতির এক নতুন ধারা নিয়ে আসবে এ বছর। তার জন্য আপনাদের 'আপদা (আপদ) কো হটানা হ্যায়, অওর বিজেপি কো লানা হ্যায়।'
মোদী আরও বলেন, দিল্লি সরকার গত ১০ বছরে শিক্ষাব্যবস্থার সমূহ ক্ষতি করে গিয়েছে। বিজেপি চায়, শিশুদের শুধু আজকের জন্য শিক্ষিত করা নয়, ভবিষ্যতের জন্য গড়ে তুলতে। তাদের মধ্যে শিক্ষা ছাড়াও দক্ষতা বৃদ্ধি করতে। ঝুপড়িবাসীদের জন্য নতুন সরকারি আবাসনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, এখানেই শেষ নয়, আমরা থামব না। এই কাজ চলতেই থাকবে। আরও হাজার হাজার মাথার উপরে পাকা ছাদ গড়ে উঠবে দিল্লিবাসীর জন্য।
মোদী বলেন, আমি নিজের জন্য কোনওদিন একটা বাড়ি তৈরি করিনি। ইচ্ছে করলে আমি নিজের জন্য শিসমহল বানাতে পারতাম। কিন্তু, তা না করে ৪ কোটি নাগরিকের স্বপ্ন সফল করতে পেরেছি। তাঁরা আজ মাথার উপরে ছাদ পেয়েছেন। এদিন প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। নৌরজি নগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং সরোজিনী নগরে একটি কোয়ার্টার, দ্বারকায় সিবিএসই-র অফিস ছাড়াও নজফগড়ের রোশনপুরায় বীর সাভারকর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।