মোদী দেশের ৭০ ঊর্ধ্ব বয়স্কদের জন্য আয়ুষ্মান বয়ঃ বন্দনা নামে একটি স্বাস্থ্যবিমার কার্ড চালু করেন।
শেষ আপডেট: 29th October 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। কারণ সেখানে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি রাজনৈতিক কারণে এই প্রকল্প কার্যকর করতে দেবে না। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই দুই বিরোধী রাজ্যকে ঠেস মেরে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী দেশের ৭০ ঊর্ধ্ব বয়স্কদের জন্য আয়ুষ্মান বয়ঃ বন্দনা নামে একটি স্বাস্থ্যবিমার কার্ড চালু করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ৭০ বছরের ঊর্ধ্বে, তাঁরা আয়ুষ্মান বয়ঃ বন্দনা কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। কিন্তু, দিল্লি ও পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের এই সুবিধা পাবেন না বলে উল্লেখ করে আপ ও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন মোদী।
প্রধানমন্ত্রী এদিন ১২,৮৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণার পাশাপাশি সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য-চিকিৎসা প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচি শুরু করেন। তাতে দেশের ৭০ বছর এবং তদোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসা বিমার আওতায় আনা হচ্ছে। হিন্দু দেবতা তথা আয়ুর্বেদ চিকিৎসার জনক ধন্বন্তরির জন্মবার্ষিকীর দিনটি দেশে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হয়। সে কারণে এই দিনটিকে স্মরণ করে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী।
মোদী এদিন দেশের প্রথম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের ফেজ টু-র এর উদ্বোধন করেন। দিল্লিতে অবস্থিত পঞ্চকর্ম হাসপাতালে আয়ুর্বেদ ফার্মেসি গড়ে তোলা হবে। যেখানে আয়ুর্বেদিক ওষুধ তৈরি থেকে ক্রীড়া ওষুধ নির্মাণ ও একটি গ্রন্থাগার থাকবে। এছাড়াও গড়ে উঠবে ৫০০ আসন বিশিষ্ট একটি সভাগৃহ। ১১টি জায়গায় চিকিৎসা পরিষেবায় ড্রোন পরিষেবা চালু করেন মোদী। এর ফলে খুব দ্রুত পরিষেবা দেওয়া এবং চিকিৎসাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এই কেন্দ্রগুলি হল- উত্তরাখণ্ডের হৃষিকেশ, তেলঙ্গানার বিবিনগর, অসমের গুয়াহাটি, মধ্যপ্রদেশের ভোপাল, রাজস্থানের যোধপুর, বিহারের পাটনা, হিমাচল প্রদেশের বিলাসপুর, উত্তরপ্রদেশের রায়বরেলি, ছত্তীসগড়ের রায়পুর, অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরির এইমস এবং মণিপুরের ইম্ফলের আরআইএমএস। প্রধানমন্ত্রী একইসঙ্গে একটি হৃষিকেশ থেকে একটি জরুরি হেলিকপ্টার পরিষেবারও উদ্বোধন করেন। এছাড়াও প্রসূতি মায়েদের জন্য একটি টিকাকরণের একটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।