এটি প্রধানমন্ত্রীর প্রথম ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং ১৯৯৯ সালের পর প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে এই দেশে এলেন।
ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 4 July 2025 02:00
দ্য ওয়াল ব্যুরো: পাঁচটি দেশ সফরের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসর। তাকে ঘিরেই আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার।
প্রধানমন্ত্রী মোদীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতি গোটা পরিবেশকে করে তোলে বর্ণময়।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পোর্ট অব স্পেনে পৌঁছালাম। প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসর এবং মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ। এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।”
Landed in Port of Spain, Trinidad & Tobago. I thank Prime Minister Kamla Persad-Bissessar, distinguished members of the Cabinet and MPs for the gesture of welcoming me at the airport. This visit will further cement bilateral ties between our nations. Looking forward to addressing… pic.twitter.com/lyxxnKKfsR
— Narendra Modi (@narendramodi) July 3, 2025
এটি প্রধানমন্ত্রীর প্রথম ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং ১৯৯৯ সালের পর প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে এই দেশে এলেন।
এক্স (পূর্বতন টুইটার)-এ মোদী আরও লেখেন, “ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর বন্ধুত্ব আগামী দিনে আরও ভাল জায়গায় পৌঁছক, এই কামনা করি।” তিনি একটি পোস্টে অভ্যর্থনার মুহূর্তগুলির ছবিও শেয়ার করেন। হোটেলে পৌঁছনোর পরে প্রবাসী ভারতীয়রা তাঁকে ‘ভারত মাতা কি জয়’ ও ‘মোদী, মোদী’ ধ্বনিতে স্বাগত জানান। এক অর্কেস্ট্রা পারফরম্যান্সের পর পরিবেশিত হয় ভজন।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লেখেন, “ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। গার্ড অফ অনার প্রদান করা হয় তাঁকে।”
এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাংগালু এবং প্রধানমন্ত্রী পারসাদ-বিসেসরের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল বিষয় হবে দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও গভীর ও প্রসারিত করা যায়।
প্রধানমন্ত্রী মোদী দেশটির সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। এই সফর ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে নতুন দিশা দেবে।
সফরে রওনা হওয়ার আগে মোদী বলেছিলেন, “আমরা ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। দেশটির সঙ্গে ভারতের বহু পুরনো সাংস্কৃতিক যোগ রয়েছে।” দিনটির পরবর্তী সময়ে তিনি কুভায় অবস্থিত ন্যাশনাল সাইক্লিং ভেলোড্রোমে একটি প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশ নেবেন।
এর আগে মোদী ঘানা সফর সেরে এখানে পৌঁছেছেন, যেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক ‘কমপ্রেহেনসিভ পার্টনারশিপ’-এ পরিণত হয়।
এই সফরের তৃতীয় ধাপে তিনি যাবেন আর্জেন্টিনা (৪-৫ জুলাই), তারপর ব্রাজিল, যেখানে তিনি ১৭তম BRICS সম্মেলনে অংশ নেবেন। সফরের শেষ গন্তব্য নামিবিয়া।