শেষ আপডেট: 12th February 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য নির্বাচিত এক লাখ মানুষের হাতে নিয়োগপত্র তুলে দেন। বছর দুই ধরে কেন্দ্রীয় সরকার প্রতি মাসে রোজগার মেলার আয়োজন করছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ওই মেলায় প্রধানমন্ত্রীর হাত দিয়ে অনলাইনে নিয়োগপত্র বিলি করা হয়ে থাকে।
সোমবার তিনি একই সঙ্গে নয়াদিল্লিতে ‘কর্মযোগী ভবন’ সুসংহত কমপ্লেক্সের প্রথম পর্যায়ের শিলান্যাসও করেছেন। এই প্রাঙ্গণ মিশন কর্মযোগীর বিভিন্ন উদ্যোগের মধ্যে সহযোগিতার এবং বোঝাপড়ার প্রসার ঘটাবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
সোমবারের রোজগার মেলায় প্রধানমন্ত্রী নিয়োগপত্র প্রাপক ও তাঁদের পরিবার-পরিজনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারত সরকারের তরফে যুব সম্প্রদায়ের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে অভিযান চলছে।
চাকরির বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্র পাওয়ার মধ্যে দীর্ঘসূত্রতার অবসান চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলেছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভিতর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণও করছে।
তাঁর দাবি, এরফলে যুব সমাজ সক্ষমতা প্রদর্শনের সমান সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বর্তমানে প্রত্যেক যুবক বিশ্বাস করে তাঁরা কঠোর পরিশ্রম এবং দক্ষতা দিয়ে চাকরি ক্ষেত্রে তাঁদের অবস্থান দৃঢ় করতে পারবে।’
দেশের উন্নয়নে প্রত্যেক যুবাকে অংশীদার করে তুলতে সরকারি প্রয়াসের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ১০ বছরে বর্তমান সরকার পূর্বেকার সরকারগুলির তুলনায় ১.৫ গুণ বেশি চাকরি দিয়েছে।
সরকারি প্রয়াসের ফলে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি এবং কর্মসংস্থান ও স্বনিযুক্তির জন্য সুযোগ সৃষ্টির কথা জানিয়ে প্রধানমন্ত্রী সোমবার আরও বলেন, বাজেটে প্রায় ১ কোটি বাড়ির ওপর সৌর বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র বসানোর কথা ঘোষণা করা হয়েছে। এতে পরিবারের বিদ্যুৎ বিল কমবে এবং তাঁরা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তিনি বলেন, এই কর্মসূচিতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে।