শেষ আপডেট: 5th February 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, অনুপ্রবেশকারী বা সে দেশে বিনা অনুমতিতেতে বসবাসকারী মানুষদের ফেরত পাঠাবে ওয়াশিংটন। সেই অনুযায়ী ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। বুধবার আমেরিকান সেনার বিমান ১০৪ জন ভারতীয়কে নিয়ে নেমেছে পাঞ্জাবের অমৃতসরে।
এই প্রথম সে দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের এভাবে 'ডিপোর্ট' করল আমেরিকা। এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে সে দেশের নাগরিকদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে মনে করা হচ্ছে, শুধু ১০৪ জনই নন, ভারতে আরও অনেককেই পাঠানো হবে।
এদিকে সামরিক বিমানে করে অন্যান্য দেশের নাগরিকদের ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন! যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল।
পিউ রিসার্চ রিপোর্ট (Pew Research report) ২০২৪ অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী অবৈধ বাসিন্দাদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। আমেরিকায় সবথেকে বেশি অনুপ্রবেশকারী হল মেক্সিকোর, দ্বিতীয় স্থানে রয়েছে সালভাদোরের বাসিন্দারা।
নয়াদিল্লি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনও দেশে কোনও ভারতীয় নাগরিক যদি অবৈধ ভাবে বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনও আপত্তি নেই ভারতের।
এই আবহেই চলতি মাসে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যাচ্ছেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এই সফর। এখনও পর্যন্ত ঠিক আছে ১৩ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৪ তারিখ তাঁর ট্রাম্প ও তাঁর নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।