সংগৃহীত ছবি
শেষ আপডেট: 10th April 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: আজই ভারতে আনা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে সরগরম রাজনৈতিক মহল। বিভিন্ন ধরনের মন্তব্য সামনে আসছে। তাহাউরকে ফেরানো নিয়ে কার্যত নিজের পিঠ চাপড়াচ্ছে বিজেপি। এই সূত্রেই এবার কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, '২০০৮ সালের হামলার পর তৎকালীন ইউপিএ সরকার কার্যত নিষ্ক্রিয় ছিল। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় পদক্ষেপেই অপরাধীদের বিচার সম্ভব হয়েছে।' ওঠে ২৬/১১-র অভিযুক্ত কাসভকে বিরিয়ানি খাওয়ানোর প্রসঙ্গও।
গোয়েল বলেন, 'তাজে যখন হামলা হয়, তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি তৎকালীন সরকার। বরং তারা আজমল কাসভকে বিরিয়ানি খাইয়ে আপ্যায়ণ করেছিল। মোদীজির সংকল্প ছিল দোষীদের বিচারের আওতায় আনা, আর সেটাই বাস্তবে পরিণত হয়েছে। মুম্বইবাসী তাঁর কাছে কৃতজ্ঞ।'
শুধু কংগ্রেসই নয়, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-কেও একই সঙ্গে নিশানা করেন তিনি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা 'তোষণ নীতিতে' লিপ্ত বলে করেন অভিযোগ তোলেন। তাঁর কথায়, 'সঞ্জয় রাউত এমন একজনকে রক্ষা করবেন, যিনি মুসলিম, এমনকি সেই ব্যক্তি বড় কোনও অপরাধে জড়িত থাকলেও পিছপা হবেন না বাঁচাকতে। উদ্ধব ঠাকরের শিবসেনা কংগ্রেসের চেয়েও বেশি তোষণনীতিতে বিশ্বাসী। আইএনডিআইএ জোটের চিন্তাভাবনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই, যা মোদীজির মধ্যে আছে।'
প্রত্যর্পণ প্রক্রিয়া প্রসঙ্গে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কানাডার নাগরিক এবং পাকিস্তান বংশোদ্ভূত তাহাউর রানার আবেদন খারিজ করে দেয়। এরপর তাঁকে দিল্লিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। আজ নিয়ে আসা হচ্ছে রাজধানীতে। রাখা হবে তিহাড়ে। গোটা প্রক্রিয়ায় দিল্লি পুলিশ, এনআইএ এবং একাধিক সশস্ত্র বাহিনী উপস্থিত থাকবে। কয়েকটি বলয় বানিয়ে এসকর্ট করে নিয়ে আসা হবে।
সূত্রের খবর, রানাকে পরে মুম্বইয়ে নিয়ে যাওয়া হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। সম্ভবত বাইকুলা জেলে ‘প্রপার্টি সেল’ অফিস অথবা মুম্বই পুলিশ সদর দপ্তরের ইউনিট-১ অফিসে জেরা করা হবে সেক্ষেত্রে। রাখা হতে পারে আর্থার রোড জেলের ব্যারাক নম্বর ১২-তে, সেখানেই একসময় আজমল কাসভকে রাখা হয়েছিল। এই ব্যারাকটি বিশেষভাবে সুরক্ষিত এবং সাধারণ বন্দিদের থেকে আলাদা রাখার জন্য ব্যবহার করা হয়। সেসময় কাসভের নিরাপত্তার কথা মাথায় রেখে এটির পুনর্নিমাণ করা হয়েছিল।
আজমল কাসভ ছাড়াও, ব্যারাক নম্বর ১২-তে এর আগে সঞ্জয় দত্ত, স্টার টিভির সিইও পিটার মুখার্জি এবং পিএনবি কেলেঙ্কারির অভিযুক্ত বিপুল অম্বানিকে রাখা হয়েছিল।