Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Ahmedabad Plane Crash

'নো পাওয়ার, নো থ্রাস্ট, গোয়িং ডাউন... মে ডে', এয়ার ইন্ডিয়ার পাইলটের শেষ বার্তা ছিল এটিই

দুপুর ১টা ৩৯ মিনিটে ককপিট থেকে ভেসে এসেছিল শেষ বার্তা— "মে ডে, মে ডে… নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন…" তারপরই আছড়ে পড়ে বিমান

'নো পাওয়ার, নো থ্রাস্ট, গোয়িং ডাউন... মে ডে', এয়ার ইন্ডিয়ার পাইলটের শেষ বার্তা ছিল এটিই

অভিশপ্ত বিমান

শেষ আপডেট: 14 June 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: দুপুর ১টা ৩৯ মিনিটে ককপিট থেকে ভেসে এসেছিল শেষ বার্তা— "মে ডে, মে ডে… নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন…" তারপরই আছড়ে পড়ে বিমান, জানিয়ে দিল বিমান পরিবহণ মন্ত্রক (Aviation Ministry On Ahmedabad Air Crash)। জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্ক্রিনে তখন আতঙ্ক ছড়িয়েছে সেই সঙ্কেত। আন্তর্জাতিক উড়ান বিধিতে এই সঙ্কেতই জানিয়ে দেয়, বিমান ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে।

বিপদ সঙ্কেত বার্তার ঠিক পরপরই, মেডিক্যাল কলেজ কমপ্লেক্সের পাশে থাকা ডাক্তারদের হস্টেলের ওপর আছড়ে পড়ে অভিশপ্ত বিমান (Air India Plane Crash)। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। আশপাশের বহু ভবনে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক। বহু মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা কাঠামো।

দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি।

আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কেন দুর্ঘটনার কবলে পড়ল, তা আলাদা ভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যেরা। বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে।


ভিডিও স্টোরি