শেষ আপডেট: 29th January 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যায় মাত্রাতিরিক্ত ভিড় হয়েছে মহাকুম্ভে। তার ফলে পদপিষ্টের ঘটনা ঘটেছে (Maha Kumbh Stampede)। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত বহু। এই মুহূর্তে কুম্ভের ছবিটাই পুরো বদলে গেছে এই ঘটনার জন্য। চারিদিকে যেন শুধুই হাহাকার। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়, জুতো, ব্যাগ।
এই জমায়েতকে বিশ্বের সবচেয়ে বড় মানব-জমায়েত বলা হয়। সেখানে কদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আর মঙ্গলবার গভীর রাতে (২৯ জানুয়ারি) সেখানে পদপিষ্টের ঘটনা ঘটল। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুণ্যার্থীদের প্রতি সংযত থাকার আহ্বান জানান। পাশাপাশি পরামর্শ দেন, ভক্তরা যেন সঙ্গমের দিকে না যান। আর যে যেখানে আছেন, কাছাকাছি ঘাটেই যেন স্নান করেন।
পদপিষ্টের ঘটনার পর কুম্ভে এই মুহূর্তে আগের মতো স্নানের পরিস্থিতি নেই বলাই ভাল। কারণ যেদিকে তাকানো যায় সেদিকে পড়ে রয়েছে জামাকাপড়, জুতো, ব্যাগ। গুরুতর আহত অবস্থায় বহু ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সরকারিভাবে এখনও আহত বা মৃতের সংখ্যা জানানো হয়নি।
তথ্য অনুযায়ী, প্রায় ৮ কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে রয়েছেন এখন, গতকাল প্রায় সাড়ে ৫ কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। মঙ্গলবার গভীর রাতেও সঙ্গমের দিকে মানুষের স্রোত অব্যাহত ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। মধ্যরাতে, একসময়ে ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ঘাটের ব্যারিকেড ভেঙে যায়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পুণ্যার্থীদের চিৎকার, ধাক্কাধাক্কি, পদপিষ্ট হওয়ার আতঙ্কে চারদিক অশান্ত হয়ে ওঠে।
কিছু পুণ্যার্থীদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগও তুলেছেন কয়েকজন। তাঁরা দাবি করেছেন, ভিড় বাড়তে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে ধাক্কা মারা হয় জলের মধ্যে। তার জন্য আরও শোরগোল শুরু হয়। এই কারণে বহু ভক্ত মৌনী অমাবস্যার স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন।
এই ঘটনায় ইতিমধ্য়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। স্থানীয় প্রশাসন দ্রুত কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। যারা আহত হয়েছেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব সুস্থতা কামনা করি।'
प्रयागराज महाकुंभ में हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा हुआ है। इस सिलसिले में मैंने…
— Narendra Modi (@narendramodi) January 29, 2025