শেষ আপডেট: 30th January 2025 10:33
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে এই মামলা দায়ের করা হয়েছে। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী পদপিষ্টের ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা পর এই মামলা দায়ের করেছেন শীর্ষ আদালতে।
প্রয়াগরাজের মহা কুম্ভে মহা বিপর্যয় ঘটে গেছে। মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে স্নানে নেমে পদপিষ্ট হয়েছেন প্রচুর মানুষ। সরকারি তথ্য বলছে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা ৪০ এবং তা বাড়তে পারে। কারণ এখন হাসপাতালে ভর্তি কমপক্ষে ৯০ জন। এই অবস্থায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে যোগী সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলবের আর্জি জানানো হয়েছে।
মামলাকারী আইনজীবীর বক্তব্য, যে সমস্ত রাজ্য থেকে মানুষ মহাকুম্ভে আসছেন সেই সব রাজ্য সরকারেরও উচিত তাঁদের বাসিন্দাদের সুরক্ষা নিয়ে ভাবা। আর এর জন্য একজোট হয়ে কাজ করতে হবে। সেই অনুযায়ী সব রাজ্যকে এই ব্যাপারে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হোক বলেও শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। আইনজীবী চান, প্রয়াগরাজে সব রাজ্যের অন্তত একটি করে সেন্টার থাকুক, যেখান থেকে নির্দিষ্ট রাজ্য থেকে আসা মানুষ ন্যূনতম তথ্য পেতে পারেন। আর আপৎকালীন পরিস্থিতিতে এই সেন্টার থেকেই সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
শুধু তাই নয়, মামলাকারী আইনজীবী তাঁর আবেদন এও জানিয়েছেন, সব রাজ্য সরকারের উচিত ইলেকট্রনিক মেসেজ ব্যবস্থার বন্দোবস্ত করা যাতে প্রত্যেক ভক্তরা তাঁদের ফোনে হোয়াটস অ্যাপ বা ফোনের মাধ্যমে যে কোনও তথ্য সহজে পেতে পারেন। এভাবেই সুরক্ষিত থাকার জন্য গাইডলাইনও দেওয়া যেতে পারে। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে সব রাজ্যের উচিত ছোট ছোট মেডিক্যাল টিম নামানো কুম্ভমেলায়, এমনও পরামর্শ তাঁর।
পদপিষ্টের ঘটনার পর ইতিমধ্যে একাধিক নিয়মের বদল আনা হয়েছে কুম্ভমেলায়। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। পুলিশের তরফে মেলা চত্বরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনা নিয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের ব্যাখ্যা, ডুব দেওয়ার জন্য অপেক্ষারত ভক্তদের ওপর শয়ে শয়ে মানুষ পড়ে যান, তার ফলেই দুর্ঘটনা।