শেষ আপডেট: 25th September 2024 07:56
দ্য ওয়াল ব্যুরো: বুধবার জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। এদিন ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফা নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় দফাতেও যাতে শান্তি বজায় থাকে সেই কারণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই দফায় ঠিক কোন কোন জেলায় বেশি নজর রয়েছে সকলের?
জম্মুর তিনটি রাইসি, রাজৌরি, পুঞ্চ এবং কাশ্মীরের তিনটি জেলা শ্রীনগর, বদগাম, গান্ডেরওয়ালে ভোট হচ্ছে বুধবার। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লার দিকে বিশেষ নজর থাকবে এই দফায়। যে সব এলাকায় ভোট হচ্ছে সেখানকার নিরাপত্তা মজবুত রাখাই একটা বড় চ্যালেঞ্জ কারণ বিগত কয়েক মাস ধরে এই সব এলাকাতে একাধিক জঙ্গি কার্যকলাপ হয়েছে।
জম্মু-কাশ্মীরে তিন দফা নির্বাচন হবে। প্রথম দফায় মোট ২৪ আসনে ভোট নেওয়া হয়েছে। এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় অর্থাৎ শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু-কাশ্মীরে। ভোট গণনা আগামী ৮ অক্টোবর। ২০১৪ সালের পর ফের উপত্যকায় বিধানসভার ভোট হচ্ছে। অর্থাৎ ২০১৯ সালে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর এই প্রথম নির্বাচন হচ্ছে সেখানে। নির্বাচন কমিশন আশাবাদী এই ভোটে উপত্যকার মানুষ বিপুল সংখ্যায় ভোট দেবেন।
চলতি বছর লোকসভা ভোটে জম্মু-কাশ্মীরে ৫৮.৫৮ শতাংশ ভোট পড়ে। তা ২০১৪ তুলনায় সামান্য কম হলেও গত দশ বছরের অস্থির পরিস্থিতির পর প্রায় ৬০ শতাংশ ভোট কমিশনকেও ভাবিয়েছে। তাই বিধানসভা নির্বাচনকে অবাধ ও শাম্তিপূর্ণ করতে ওই রাজ্যে বিপুল সংখ্যায় সেনা ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় জম্মু-কাশ্মীরে ভোট পড়েছিল ৬১ শতাংশ। কমিশনের আশা, দ্বিতীয় দফায় তার থেকেও বেশি ভোট পড়বে।