ভীম অ্যাপে পিএফের টাকা।
শেষ আপডেট: 28th February 2025 08:35
দ্য ওয়াল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ড (পিএফ) থেকে সরাসরি টাকা তোলার প্রক্রিয়া সহজ করতে এবার এটিএম নয়, ‘ভীম’ অ্যাপের মাধ্যমে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রক। নতুন ব্যবস্থায় শুধুমাত্র আধার ও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) লিঙ্ক থাকা সদস্যরাই সুবিধা পাবেন। তবে গ্রাহক ইচ্ছামতো নয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে সর্বাধিক ১ লক্ষ টাকা একবারই তুলতে পারবেন।
শ্রম মন্ত্রকের গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন যুগ্মসচিব। রয়েছেন ইপিএফও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন সি-ড্যাকের প্রতিনিধিরা। তাদের সুপারিশ অনুযায়ী, পিএফ গ্রাহকদের ‘ভীম’ অ্যাপ ডাউনলোড করে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে।
নতুন ব্যবস্থায়, অ্যাপে একটি বিশেষ ‘উইথড্রাল অপশন’ আসবে, যেখানে গ্রাহক ইউএএন ও প্রয়োজনীয় টাকার পরিমাণ উল্লেখ করবেন। তথ্য যাচাইয়ের পর, পিএফ দফতর টাকা তোলার অনুমতি দেবে এবং নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত হবে।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একসময় পিএফ গ্রাহকদের জন্য এটিএম কার্ড চালুর কথা বলেছিলেন, তবে ইপিএফও সরাসরি ব্যাঙ্ক নয়, তাই আইনি সীমাবদ্ধতার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে, ডিজিটাল লেনদেনের জন্য ভীম অ্যাপকে বেছে নেওয়া হয়েছে, যা এনপিসিআই-এর নিয়ন্ত্রণে রয়েছে।
পিএফ থেকে কত টাকা তোলা যাবে, তা নির্ধারিত হবে গ্রাহকের জমা অর্থ, অ্যাকাউন্টের বয়স, পূর্বে নেওয়া অগ্রিম ও অবসরের সময় বিবেচনা করে। তবে কোনওভাবেই তা ১ লক্ষ টাকার বেশি হবে না। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তির পিএফ সঞ্চয় ২ লক্ষ টাকা হয়, তবুও তিনি সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন।
ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য তথা টিইউসিসি-র সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তেওয়ারি জানান, ‘আগে অগ্রিম অর্থ পেতে ১০ দিন বা তারও বেশি সময় লাগত। এখন ডিজিটাল পদ্ধতিতে লেনদেন আরও সহজ ও দ্রুত হবে, যা কর্মীদের জন্য সুবিধাজনক।’