শেষ আপডেট: 11 December 2023 10:35
দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই দাম কমতে পারে পেট্রল-ডিজেলের। লিটার পিছু বেশ কিছুটা কমতে পারে এই দাম। তেল বিপণন সংস্থাগুলি সূত্রের খবর, দাম কমানোর বিষয়ে সরকারিস্তরে আলোচনাও শুরু হয়েছে।
চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই কমতে পারে পেট্রল, ডিজেলের এই দাম।
হঠাৎ দাম কমানোর চিন্তাভাবনা কেন?
সূত্রের খবর, সম্প্রতি তেল বিক্রি করে বিপুল পরিমাণ লাভ করেছে তেল বিপণন সংস্থাগুলি। তারপরই পেট্রল, ডিজেলের দাম কমানো নিয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগেই এই দাম কমার সম্ভাবনা প্রবল।
একটা সময় তেল বিপণন সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ২০২২ সালেও পেট্রলে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৩৫ টাকা ক্ষতি গুণতে হত তেল বিপণন সংস্থাগুলিকে। সেখানে সম্প্রতি পেট্রলে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৩-৪ টাকা লাভ করছে সংস্থাগুলি।
জানা গেছে, শেষ ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লাভ করতে পেরেছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল। তাদের মিলিত মুনাফার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা! সাম্প্রতিক অতীতে কখনও এত বিপুল পরিমাণ আর্থিক লাভ করেনি তেল বিপণন সংস্থাগুলি।
স্বভাবতই, বিপুল পরিমাণ এই মুনাফার একাংশ আমজনতাকে ফেরত দেওয়ার বিষয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। সেকারণেই পেট্রল ও ডিজেলের লিটার পিছু বেশ কিছুটা দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
পেট্রল, ডিজেলের দাম কমার ফলে পরিবহণ সহ বিভিন্নক্ষেত্রে দাম হ্রাস হতে পারে বলেও মনে করা হচ্ছে। লাগাম পরানো যেতে পারে মুদ্রাস্ফীতিকে।