Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Petrol Diesel

পেট্রল-ডিজেলের দাম কমতে পারে শীঘ্রই, বিপুল লাভের জের

চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই কমতে পারে পেট্রল, ডিজেলের এই দাম।

পেট্রল-ডিজেলের দাম কমতে পারে শীঘ্রই, বিপুল লাভের জের

শেষ আপডেট: 11 December 2023 10:35

দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই দাম কমতে পারে পেট্রল-ডিজেলের। লিটার পিছু বেশ কিছুটা কমতে পারে এই দাম। তেল বিপণন সংস্থাগুলি সূত্রের খবর, দাম কমানোর বিষয়ে সরকারিস্তরে আলোচনাও শুরু হয়েছে।

চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই কমতে পারে পেট্রল, ডিজেলের এই দাম।

হঠাৎ দাম কমানোর চিন্তাভাবনা কেন?

সূত্রের খবর, সম্প্রতি তেল বিক্রি করে বিপুল পরিমাণ লাভ করেছে তেল বিপণন সংস্থাগুলি। তারপরই পেট্রল, ডিজেলের দাম কমানো নিয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগেই এই দাম কমার সম্ভাবনা প্রবল।

একটা সময় তেল বিপণন সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ২০২২ সালেও পেট্রলে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৩৫ টাকা ক্ষতি গুণতে হত তেল বিপণন সংস্থাগুলিকে। সেখানে সম্প্রতি পেট্রলে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৩-৪ টাকা লাভ করছে সংস্থাগুলি।

জানা গেছে, শেষ ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লাভ করতে পেরেছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল। তাদের মিলিত মুনাফার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা! সাম্প্রতিক অতীতে কখনও এত বিপুল পরিমাণ আর্থিক লাভ করেনি তেল বিপণন সংস্থাগুলি।

স্বভাবতই, বিপুল পরিমাণ এই মুনাফার একাংশ আমজনতাকে ফেরত দেওয়ার বিষয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। সেকারণেই পেট্রল ও ডিজেলের লিটার পিছু বেশ কিছুটা দাম কমার সম্ভাবনা  তৈরি হয়েছে।

পেট্রল, ডিজেলের দাম কমার ফলে পরিবহণ সহ বিভিন্নক্ষেত্রে দাম হ্রাস হতে পারে বলেও মনে করা হচ্ছে। লাগাম পরানো যেতে পারে মুদ্রাস্ফীতিকে।


ভিডিও স্টোরি