শেষ আপডেট: 10th February 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: বস্তিবাসীরা পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না, আর আপনারা দেশে সাইকেলে যাওয়া-আসার আলাদা রাস্তার স্বপ্ন দেখছেন! সোমবার ঠিক এই ভাষাতেই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সাইকেলে যাতায়াতের প্রচারক দেবিন্দর সিং নেগির একটি জনস্বার্থ আবেদন ছিল, দেশজুড়ে একটি সাইকেল ট্র্যাক তৈরির ব্যবস্থা করা। তিনি আইনজীবীর মাধ্যমে আর্জিতে জানান, বেশ কয়েকটি দেশে সাইকেল ট্র্যাক রয়েছে। এর জবাবে শীর্ষ আদালত এই মন্তব্য করে।
আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত ভর্ৎসনার সুরে বলে, যেখানে রাজ্যগুলি সুলভে মানুষের মাথা গোঁজার মতো ঠাঁই করে দিতে পারছে না, বস্তিবাসীর কাছে স্বচ্ছ পানীয় জল দিতে ব্যর্থ, সেখানে সাইকেল ট্র্যাক বানানো তো দিবাস্বপ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইঞা আবেদনকারীকে এই জবাব দেন। এই বলে শুনানির আবেদনটি তৎক্ষণাৎ খারিজ করে দেয় আদালত।
আদালত আরও বলে, একজনের কাছে তাঁর অত্যাবশ্যক বস্তুটিই সবার আগে প্রয়োজন। কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ তার দিকেই নজর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনি দেশের যে কোনও বস্তিতে গিয়ে দেখুন। গিয়ে খোঁজ নিন, স্বচক্ষে দেখতে পাবেন মানুষ কী অবস্থার মধ্যে বেঁচে রয়েছে। রাজ্যগুলি মানুষকে একটা মাথা গোঁজার মতো ঠাঁই দিতে পারে না আর আমরা এখানে দিবাস্বপ্ন দেখে চলেছি, বলে বেঞ্চ।
মানুষের দৈনন্দিন প্রয়োজনটাই বড় কথা, আর আপনারা দিনের বেলায় স্বপ্ন দেখছেন সাইকেল ট্র্যাক গড়ে তোলার জন্য! আদালত এও বলে, আমাদের অগ্রাধিকারের দিকটি ভুল দিকে গড়াচ্ছে। আগে আমাদের ঠিক করতে হবে কোন কাজটা আগে করতে চাই। সংবিধানের ২১ নম্বর ধারার দিকে আগে আমাদের নজর দিতে হবে। যে দেশে সরকারি স্কুলগুলি প্রতিদিন কোথাও না কোথাও বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে আপনি সাইকেল ট্র্যাক চাইছেন?