শেষ আপডেট: 15th March 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আয়ু আজ, শুক্রবারই শেষ হতে চলেছে? গত ৩১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএমের ব্যাঙ্কিং ক্ষেত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের কার্যকালের মেয়াদ বেঁধে দিয়েছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে সময় বাড়িয়ে ১৫ মার্চ করা হয়। সেই হিসেবে আজ, শুক্রবারই ঝাঁপ বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কারবার। এদিন থেকে তারা নতুন করে আর কোনও অর্থ এবং টপআপস জমা নিতে পারবে না।
কোন কোন পরিষেবা বন্ধ হতে চলেছে এবং কোনগুলি চালু থাকবে
• ইউপিআই এবং আইএমপিএস: পিপিবিএল অ্যাকাউন্টের মাধ্যমে পেটিএম ব্যবহারকারীরা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস এবং ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস-এ টাকা পাঠাতে পারবেন না।
• স্যালারি ক্রেডিট: পিপিবিএল অ্যাকাউন্টে বেতন জমা করা যাবে না।
• পিপিবিএল অ্যাকাউন্ট থেকে সাবসিডি অথবা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের কাজ বন্ধ হয়ে যাবে।
• ওয়ালেট পরিষেবা: পিপিবিএলের মাধ্যমে টপআপ এবং ট্রান্সফার পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা ওয়ালেটে জমা অর্থ খরচ করতে পারবেন।
• ফাস্ট্যাগ রিচার্জ: পিপিবিএলের ইস্যু করা ফাস্ট্যাগ রিচার্জ করা যাবে না। যত দ্রুত সম্ভব তাঁদের অন্য ব্যাঙ্ক থেকে নতুন করে ইস্যু করে নিতে বলা হয়েছে।
• এনসিএমসি কার্ড: গ্রাহকরা পিপিবিএলের ইস্যু করা ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে রিচার্জ ও টপআপ ভরাতে পারবেন না।
• মার্চেন্টস: পেটিএম কিউআর কোড ব্যবহারকারী মার্চেন্টস অথবা ব্যবসায়ীরা টাকা গ্রহণ করতে পারবেন। যদি পিপিবিএল ছাড়া অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে, তাহলে এই ব্যবস্থা চালু থাকবে।
• রিফান্ডস: রিফান্ড, ক্যাশব্যাক, সোয়াইপ ইনস চলবে।
• অটো ডিডাকশন মোডের মাসিক বিল পেমেন্ট: বিদ্যুৎ অথবা ওটিটি সাবস্ক্রিপশনের এই পরিষেবা চলবে যতক্ষণ অ্যাকাউন্টে টাকা আছে, ততদিন পর্যন্ত।