শেষ আপডেট: 26th February 2024 23:36
দ্য ওয়াল ব্যুরো: পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বিজয়শেখর শর্মা। তিনিই পেটিএমের প্রতিষ্ঠাতা ছিলেন। বিধি লঙ্ঘন ইস্যুতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন বিজয়শেখর। সূত্রের খবর, এবার নতুন বোর্ড তৈরি হতে চলেছে।
আগামী ১৫ মার্চ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে আরবিআই। তারই মধ্যে চেয়ারম্যান পদ থেকে বিজয়শেখর শর্মার ইস্তফার খবর সামনে এল। বস্তুত, এই বিজয়শেখরই পেটিএম তৈরি করেছিলেন। দেশের কমবয়সি শিল্পোদ্যোগীদের মধ্যে বিজয়শেখর একজন। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিজয়শেখর ওয়ান৯৭ কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁর হাত ধরেই পেটিএমের পথ চলা শুরু হয় ২০১০ সালে।
সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের 'পার্ট টাইম নন এক্সিকিউটিভ চেয়ারম্যান' পদে আর থাকছেন না বিজয়শেখর। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে অন্যজনকে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড তাদের বোর্ড অফ ডিরেক্টরস পদে নানা অদলবদল আনছে। নতুন করে বোর্ডকে ঢেলে সাজানো হচ্ছে। শোনা যাচ্ছে, বোর্ডে নতুন এসেছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাসন শ্রীধর, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দেবেন্দ্রনাথ সারঙ্গি, ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার গর্গ এবং অবসরপ্রাপ্ত আইএএস রজনীশেখরী সিবল।
প্রসঙ্গত, আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেন সংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। আরবিআইয়ের নির্দেশ, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করা যাবে না।