শেষ আপডেট: 13th November 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের সরকারি হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করেছে রোগীর ছেলে! ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ঠিক কী করছিল তার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডর দিয়ে অনায়াসে হেঁটে চলে যাচ্ছে সে। কিছুক্ষণ পরই তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন বাকি স্বাস্থ্যকর্মীরা। তারপরই তুলে দেন পুলিশের হাতে।
কলাইনার সেন্টেনারি হাসপাতালে ধৃতর মা ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ওই ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি। সেই সময়ই আচমকা সেখানে ঢুকে তাঁর ওপর আক্রমণ করে ভিগনেশ নামের যুবক। পরপর সাতবার ছুরি মারে ডাক্তারকে। তাঁর বুকে, কপালে, কানে ছুরির আঘাত রয়েছে। সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, ডাক্তারকে ছুরি মারার পরই ওয়ার্ড থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছে যুবক। তাঁর আশেপাশে যারা রয়েছে তাঁরা তাঁকে দেখে চিৎকার করছে 'ছুরি মেরেছে, ছুরি মেরেছে' বলে। তা সত্ত্বেও যুবকের কোনও হেলদোল নেই।
আক্রান্ত চিকিৎসক বিগত কয়েক মাস ধরে ধৃতর মায়ের ক্যানসারের চিকিৎসা করছিলেন। বুধবার তাঁর ছেলের কাছে খবর যায় যে মায়ের শরীর আরও খারাপ হয়েছে। এই খবর শুনেই হাসপাতালে যায় যুবক। তবে কীভাবে যে ছুরি নিয়ে সরাসরি ক্যানসার বিভাগে চলে গেল, কেন তাঁকে কোথাও কোনও জায়গায় আটকানো হল না, এই প্রশ্ন উঠেছে। যদিও হাসপাতালের নিরাপত্তায় গাফিলতি ছিল তা মানতে নারাজ সরকার।
পুলিশ জানতে পেরেছে, ওই ডাক্তারের বিরুদ্ধে মাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ করেছিল ভিগনেশ। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে সে। এই ঘটনায় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসক যাতে উপযুক্ত চিকিৎসা পান তা খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীর কড়া শাস্তির ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।