শেষ আপডেট: 16th April 2025 11:24
দ্য ওয়াল ব্য়ুরো: বেঙ্গালুরুর কাছে নেলামঙ্গলা এলাকায় একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে এক রোগীকে মারধর করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে এই ঘটনার কথা সামনে আসে, যেখানে দেখা যায় এক রোগীকে একটি কক্ষে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করছে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ৩০ কিলোমিটার দূরে নেলামঙ্গলার একটি প্রাইভেট রিহ্যাব সেন্টারে। ভিডিওতে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি রোগীকে মারধর করছে এবং পরে অন্য একজনও লাঠি দিয়ে তাকে একের পর এক আঘাত করতে থাকে। পুলিশ জানিয়েছে, এই ভিডিওটি সম্প্রতি সামনে এলেও ঘটনাটি কয়েকদিন আগে ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, ওই সেন্টারের কিছু ছবি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে অভিযুক্তরা নিজেদের মধ্যে জন্মদিনের অনুষ্ঠান করছে এবং একটি ধারাল অস্ত্র দিয়ে কেক কাটছে। পুলিশ এর ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে এবং অস্ত্র আইনের আওতায় ব্যবস্থা নিয়েছে।
এ ঘটনা নিয়ে স্থানীয়রা সেন্টারের কার্যক্রম ও রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে, রিহ্যাব সেন্টারের কর্মীরা এ ধরনের আচরণ করে, যা রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। একটি চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে রোগীদের সেবা এবং পুনর্বাসন করা উচিত, সেখানে এ ধরনের বর্বরতার ঘটনা ঘটানো অত্যন্ত চিন্তার বিষয়।
*Viewer discretion is advised
— TOI Bengaluru (@TOIBengaluru) April 15, 2025
In #Bengaluru: Horror unfolds at a rehab centre after inmate is thrashed over 30 times by the staff after he refused to wash the warden’s clothes & clean the toilet. Bengaluru Rural cops raided the centre, booked the warden & owner. pic.twitter.com/scF1WUsKxt
বিশেষ করে, রিহ্যাব সেন্টারে এসে যারা চিকিৎসা নিচ্ছেন, তারা প্রায়শই শারীরিক বা মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকেন এবং তাদের নিরাপত্তা রক্ষা করা সেন্টারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। রিহ্যাব সেন্টারের কর্মী এবং ব্যবস্থাপনা কতৃপক্ষের বিরুদ্ধে আরও তদন্ত হওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন বর্বরতা বন্ধ করা যায়। এ ঘটনার পর, সেন্টারের বিরুদ্ধে আরও তদন্ত এবং যথাযথ শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।