শেষ আপডেট: 10th March 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের (Budget session of parliament) দ্বিতীয় দফা। এই অধিবেশনে সরকারের প্রধান লক্ষ্য ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়া। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু (Kiren Rijeju) জানিয়েছেন, সরকার আশা করে সংখ্যালঘুদের (minorities) স্বার্থে বিরোধীরা বিলটিতে সায় দেবে। ইতিমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দুই শরিক নীতীশ কুমারের (Nitish Kumar) জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) তেলুগু দেশম পার্টি ওয়াকফ বিল পাশে সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। কংগ্রেস-সহ (Congress) বিরোধী দলগুলি অবশ্য মনে করে ওয়াকফ বিলে (Waqf bill) সংখ্যালঘুদের স্বার্থ সঙ্কুচিত করা হচ্ছে।
বিরোধী দলগুলি ওয়াকফ বিলের বিরোধিকার পাশাপাশি সংসদ অধিবেশনে ভোটার তালিকা (voter list) , লোকসভার এলাকা পুনর্গঠন (delimitation) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতি এবং ভারত সরকারের অবস্থান নিয়ে আলোচনা চায়। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে সবচেয়ে সরব তৃণমূল কংগ্রেস (Trinamul congress)। নির্বাচন কমিশনের (election commission) সঙ্গে লড়াইয়ের পাশাপাশি তারা সংসদেও বিষয়টি উত্থাপন করতে চায়। সোমবার প্রথম দিনেই এই বিষয়ে সংসদে সরব হওয়ার পরিকল্পনা রয়েছে দলের। তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার আছে। এমনকী ভিন রাজ্যের বাসিন্দার নামও আছে।
ভোটার তালিকা নিয়ে আপত্তি আছে কংগ্রেসেরও। ফলে সংসদে দুই কংগ্রেসের যৌথ লড়াইয়ের সম্ভাবনা নিয়ে চর্চা আছে। অন্যদিকে, তামিলনাড়ুর (Tamilnadu) শাসক দল ডিএমকে (DMK) লোকসভার এলাকার সীমানা পুর্বিন্যাসের বিষয়ে আপত্তি তুলেছে। জন্ম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা তামিলনাড়ু এরফলে ক্ষতিগ্রস্ত হবে অভিযোগ করে এই কাজ আরও অন্তত তিরিশ বছর পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। এই ইস্যুতে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলির সাংসদেরা সরব হতে পারেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে সরকারের প্রতিক্রিয়া দাবি করবে কংগ্রেস (Congress)। ট্রাম্প বলেছেন আমেরিকার দাবি মেনে সে দেশের পণ্যের উপর রপ্তানি শুল্ক কমাতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি তুলেছেন, সরকারকে সংসদে স্পষ্ট জানাতে হবে তারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য বোঝাপড়া করছে না।