শেষ আপডেট: 6th March 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: হলুদ রঙের তিন টাকার প্যাকেট। সামনে আঁকা ছোট্ট একটি মেয়ের ছবি। প্যাকেটটা খুললেই এক ঝটকায় ছোটবেলার নস্টালজিয়ায় ফিরে যাওয়া যায়। এই পারলে জি বিস্কুট খায়নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। গত ৮৫ বছর ধরে প্রতিটা ভারতবাসীর রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে পারলে জি।
Whats Dark Parle-G now ???????? pic.twitter.com/y8pLWk6O9f
— Ramen (@CoconutShawarma) March 5, 2024
এবার পারলে জি আনল চকলেট ফ্লেভারের বিস্কুট। সেটা দেখে উত্তাল নেটদুনিয়ায়। এক্স হ্যান্ডেল ছেয়ে গেছে সেই মিমে। শুরু হয়েছে অদৃশ্য লড়াই। যার বিষয় হল, আগের পারলে জি ভালো নাকি চকলেট ফ্লেভার! মুহূর্তে ট্রেন্ডে এই ব্র্যান্ড। ছোটবেলার নস্টালজিয়া যে এভাবে বদলে যাবে কেউ ভাবতে পারেনি।
Unpopular opinion but regular Parle G is much better than Dark Parle G.
— Ramsa Chaudhary (@Ramkishor_jaat_) March 5, 2024
Witch colour is your favorite? pic.twitter.com/sEQSzu3aa4
কেউ একজন সোশ্যাল মিডিয়ায় চকলেট পারলে জি ও আগের পারলে জির ছবি একসঙ্গে পোস্ট করেছে। সেটা মুহূর্তে প্রায় দশ লাখ লোকের কাছে পৌঁছে যায়। পারলে জি সত্যিই এই ফ্লেভার বের করেছে কিনা সেটা অজানা। অনেকের ধারণা এআইয়ের মাধ্যমে এই এই ছবিটি তৈরি করা হয়েছে। কিছুজন সেই পোস্টে লিখেছেন, 'আমার ছোটবেলা শেষ হয়ে গেল।' কেউ আবার লিখলেন, 'চকলেট ফ্লেভারে ভালোই লাগবে।' আরেকজন বলেন, 'এটা তো কোনও দোকানে দেখিনি। এটা এডিট করা ছবি।'