শেষ আপডেট: 26th October 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল। যদিও খবর পেয়েই ওড়িশার বন দফতর সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বন কর্মীদের একটি দল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এক মহিলা প্রথম দাবি করেন যে তিনি বিমানবন্দরের মধ্যে একটি চিতাবাঘ দেখেছেন। তিনি বিমানবন্দরেরই কর্মী। আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় নেয়নি। রীতিমতো শোরগোল পড়ে যায় যাত্রী ও অন্যান্য কর্মীদের মধ্যে।
পুলিশের একটি দলকে সঙ্গে করে বিমানবন্দরে তল্লাশি অভিযান শুরু করে বন কর্মীরা। চিতাবাঘ ধরার জন্য জাল আর প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তাঁরা। যদিও অনেকক্ষণ খোঁজার পরও সেখানে কোনও চিতাবাঘের দেখা মেলেনি।
ঠিক ২০১৯ সালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের দেখা মিলেছিল। সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের দেওয়াল বিয়ে একটা চিতাবাঘকে ঢুকতে দেখা যায়। যদিও বিমানবন্দর থেকে উদ্ধার করে পরে সেটিকে চন্দকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।