Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থানইজরায়েলের গর্বের 'আয়রন ডোম' ব্যর্থ! তেল আভিভের কেন্দ্রে পাল্টা মিসাইল হামলা ইরানের ওয়েট ট্রেনিং না কার্ডিও, কোনটা আগে করলে দ্রুত কমবে ওজন, জানাচ্ছে গবেষণাশেষ হল ইন্ডিয়ান ওয়েল সামার টেবল টেনিস কোচিং ক্যাম্পরাঁচিতে ধোনির স্বপ্নের বাড়ি ‘কৈলাসপতি’, ওখানেই থাকছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েস্ত্রীর জন্য ভালবাসার তাজমহল! বাড়ি তো নয়, যেন মার্বেলে লেখা জীবন্ত কবিতা, বলছে নেটপাড়া
Pakistan Shell in Jammu and Kashmir

যদি পরে বিস্ফোরণ হয়! কাশ্মীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 'অকেজো' পাক গোলা নিয়ে আতঙ্ক বাসিন্দাদের

বহু জায়গায় এখনও পড়ে রয়েছে পাক বাহিনীর ছোড়া গোলা যা থেকে বিস্ফোরণ হয়নি। অনেকের আশঙ্কা, সেগুলি পরে ফাটতে পারে।

যদি পরে বিস্ফোরণ হয়! কাশ্মীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 'অকেজো' পাক গোলা নিয়ে আতঙ্ক বাসিন্দাদের

পাক গোলা উদ্ধার - ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) সম্পন্ন হয়েছে। জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) পাক সেনার আক্রমণও থেমে গেছে। তবে শান্তিতে ঘুমোতে পারছেন না সীমান্ত এলাকার বহু মানুষ। কারণ, বহু জায়গায় এখনও পড়ে রয়েছে পাক বাহিনীর ছোড়া গোলা (Unexploded Artillery Shell) যা থেকে বিস্ফোরণ হয়নি। অনেকের আশঙ্কা, সেগুলি পরে ফাটতে পারে। আর তেমন হলে কী হবে সেটা ভেবেই ঘুম উড়েছে সকলের।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের (Poonch Sector) নানগালি সাহেব এলাকায় এমন এক 'অকেজো' পাক গোলা দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, যুদ্ধবিরতির একদিন পর এটির খোঁজ পাওয়া গেছিল। বিস্ফোরণ হয়নি ঠিকই, তবে এটি থেকে আগুন বেরোতে দেখেছেন অনেকেই। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে তারা ভিডিও পাঠাতে বলেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু তাঁরা বলছেন, গোলার ভয়ে এলাকা দিয়ে যেতেই তাঁদের ভয় লাগছে, ভিডিও তোলা তো দূর! আশঙ্কা, আচমকা যদি ওই গোলা ফেটে যায় তাহলে কী হবে?

পাক বাহিনীর হামলায় পুঞ্চ জেলাতেই ১৩ জনের মৃত্যু হয়েছিল বলে খবর। সেখানে এখনও পাক গোলা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। রফিক নামের এক যুবক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''এখন ওটা ফাটেনি কিন্তু একদিন যে ফাটবে তা প্রায় নিশ্চিত। জেলার স্কুল খুলে গেছে, সবকিছু স্বাভাবিক হচ্ছে। ওই রাস্তা দিয়ে তো অনেক লোক যায়, বাচ্চারাও স্কুল থেকে ফিরবে। ওই গোলার কাছেও অনেকে যাবে। তখন যদি বিস্ফোরণ হয়? আমার তো এটাই ভয়।''

রফিকের পরিবারে ১৩ জন সদস্য। তিনি এও জানিয়েছেন, পরিবারের সকলকে ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সেনাকেও খবর দিয়েছেন। কদিন আগেই গোলা থেকে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা গেছিল। যদিও এতদিনেও গোলার ব্যাপারে খোঁজ নিতে কেউ আসেননি বলে অভিযোগ। তিনি এও মনে করান, কয়েক বছর আগে এমনই এক 'অকেজো' গোলা ফেটে একটি বাচ্চা গুরুতর জখম হয়েছিল, তার দুটি হাত উড়ে গেছিল। আবারও তেমন ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা।

শুধু এই একটি গোলা নিয়ে আতঙ্ক নয়। রফিকের এক প্রতিবেশীর বাড়িতেও একটি গোলা পড়েছিল যা ফাটেনি। বাড়ির রান্নাঘরেই সেটি প্রায় ২ দিন ধরে পড়েছিল বলে জানিয়েছেন রফিক। পরে পুলিশ এসে সেটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে। এদিকে, স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সার্কুলার জারি করে সকলকে সতর্ক করেছে যে, কেউ যেন কোনও সন্দেহজনক জিনিসে হাত না দেন এবং এমন কিছু দেখতে পেলে তৎক্ষণাৎ যেন পুলিশকে খবর দেওয়া হয়।

পুঞ্চ ছাড়াও এলওসি এলাকার শাহাপুরের বিভিন্ন প্রান্তে এমনই একাধিক পাক গোলার সন্ধান পাওয়া গেছে। 


ভিডিও স্টোরি