শেষ আপডেট: 25th January 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক প্রতিনিধি দল। তার অব্যহতি পরেই বাংলাদেশে এসেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) একটি প্রতিনিধি দল।
বিভিন্ন সংংবাদ সংস্থা সূত্রে এখবর সামনে আসার পরই কড়া বার্তা জানাল ভারত। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "ভারতের চারপাশে কী কী হচ্ছে, সেটা আমরা নজরে রেখেছি। দেশের জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে, এমন কোনও কার্যকলাপ হলে কড়া পদক্ষেপ করা হবে।"
জানা যাচ্ছে, পাকিস্তানের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস মেজর জেনারেল আমির আফসর। তিনি-সহ আইএসআইয়ের চার প্রতিনিধি বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন ছাউনি পরিদর্শন করছেন বলে খবর। এর আগে গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে গিয়েছিল বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দল।
কূটনৈতিক মহল মনে করছে, ৫ অগস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তার অন্যতম। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দুই দেশই ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছে। ঘটনাচক্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেই গত পাঁচ মাসে দু’বার বৈঠক হয়েছে ইউনুসের।
ইউনুস সরকারের পাঁচ মাসে সম্পর্কের উন্নতিতে নজিরবিহীন কিছু পদক্ষেপ করেছে দুই দেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম করাচি থেকে সরাসরি পাকিস্তানের পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে যাচ্ছে। এতদিন শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর হয়ে পণ্য আনা-নেওয়া হত। নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে দুই দেশই তাদের নাগগিকদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করে দিয়েছে। যা থেকে স্পষ্ট, ভারতকে চাপে রাখার কৌশল হিসাবেই দ্রুত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এবার পাল্টা বার্তা দিল ভারতও।