আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে (IMF) উদ্দেশ করে রাজনাথ সিং বলেন, ঋণজর্জর পাকিস্তানের ২.১ বিলিয়ন ডলার সাহায্য পুনর্বিবেচনা করা হোক।
রাজনাথ সিং। ফাইল ছবি।
শেষ আপডেট: 16 May 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার গুজরাতের ভুজ বিমানঘাঁটিতে পরিদর্শনে যান। সেখানে আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে (IMF) উদ্দেশ করে রাজনাথ বলেন, ঋণজর্জর পাকিস্তানের ২.১ বিলিয়ন ডলার সাহায্য পুনর্বিবেচনা করা হোক। কারণ, পাকিস্তান বরাবর বিদেশি ঋণের অর্থে জঙ্গিদের শাঁসেজলে রাখার কাজ চালায়। জঙ্গিদের আর্থিক মদত দিয়ে ভারতের মানুষের উপর রাষ্ট্রের মদতে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য নিজেদের জমিকে ব্যবহার করতে দেয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, অর্থভাণ্ডার থেকে সাহায্য নিয়ে পাকিস্তান জঙ্গি কার্যকলাপে সাহায্য করতে পারে। প্রসঙ্গত, রাজনাথ সিং বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন। সেখানে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। এদিন ভুজে গিয়ে তিনি বলেন, পাকিস্তানকে কোনও অর্থ সাহায্য করার অর্থই হচ্ছে সন্ত্রাসবাদকে মদত দেওয়া।
তাঁর ভাষায়, আইএমএফের সাহায্য পাকিস্তান চালান করে দেবে জঙ্গিদের হাতে। পাকিস্তানকে কোনও অর্থ সাহায্য করা উচিত নয়। পাকিস্তানের হাতে অর্থ দেওয়ার মানে জঙ্গিদের হাতে সাহায্য তুলে দেওয়া। আমরা চাই IMF দ্বিতীয়বার ভেবে এই সিদ্ধান্ত নিক।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এবার কূটনৈতিক অভিযান শুরু করতে চলেছে নয়াদিল্লি। বিশ্ব দরবারে পাক সরকারের জঙ্গি মদতের প্রমাণ দিতে, বিদেশ যাবেন সাংসদরা। সমস্ত দলের সাংসদকে নিয়ে একটি প্রতিনিধিদল পাকিস্তানি সরকার ও সেনার মদতে জঙ্গি লালনপালনের তথ্য তুথ্য তুলে ধরবেন বিদেশি সরকারগুলির কাছে।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) এই বিদেশ সফরের সমন্বয় করছেন যা ২২ মে-এর পরে শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই এ ব্যাপারে সাংসদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর। প্রতিটি দলে ৫-৬ জন সাংসদ থাকবেন। এই দলগুলি মার্কিন যুক্তরাষ্ট্র (US), ব্রিটেন (UK), দক্ষিণ আফ্রিকা (South Africa), কাতার (Qatar) এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-সহ বিভিন্ন দেশে সফর করবে। সূত্রের খবর, সিনিয়র সাংসদদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়েছে, যার দায়িত্ব মূলত এনডিএ (NDA) সাংসদদের উপর থাকছে।