Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
India-Pakistan Border Conflict

এলওসি পেরিয়ে গুলি চালিয়েছিল পাক সেনা! অনুপ্রবেশকারী ৪-৫ জনের মৃত্যু হয়েছে, দাবি ভারতের

পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল পাক জওয়ানরা। এর জেরে কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এলওসি পেরিয়ে গুলি চালিয়েছিল পাক সেনা! অনুপ্রবেশকারী ৪-৫ জনের মৃত্যু হয়েছে, দাবি ভারতের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 April 2025 09:33

দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষবিরতি চুক্তি (LoC) লঙ্ঘন করে ভারতে ঢুকে গুলি চালাল পাকিস্তানের সেনা (Pakistani Army)! তাদের পাল্টা জবাবও দিল ভারতীয় সেনাবাহিনীও (Indian Army)। এই ঘটনায় ৪-৫ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। বুধবার সেই ইস্যুতে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। 

পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল পাক জওয়ানরা। এর জেরে কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাঁরা এও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেদার গুলি চালিয়েছে পাক সেনার ওই জওয়ানরা। তবে তাঁরাও চুপ ছিলেন না। মোক্ষম জবাব দিয়েছে ভারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে সেনাবাহিনীর তরফে। 

ভারতীয় সেনার কোনও জওয়ান এই ঘটনায় আহত হননি বা কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। তবে জানানো হয়েছে, মঙ্গলবার সীমান্তে উত্তেজনার পর প্রায় সারাদিনই ওই এলাকায় গুলি চলেছে। কৃষ্ণঘাটি এলাকায় এখনও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা রয়েছে বলেও অবগত করা হয়েছে। যদিও এই ধরনের ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারি মাসেও পুঞ্চ এলাকায় এমন অনুপ্রবেশ ঘটেছিল। 

গত মাসের ঘটনায় একাধিক ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। কুপওয়ারা থেকে শুরু করে কৃষ্ণঘাটি সেক্টর, অনেক জায়গাতেই হামলা করে পাক অনুপ্রবেশকারীরা। তবে পাল্টা হামলায় সাফল্য পেয়েছিল ভারতীয় সেনাও। সূত্র মারফৎ জানা গেছে, বিগত কয়েক মাসে বহুবার ভারতে ঢোকার চেষ্টা করেছে পাক সেনা এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। 

১ এপ্রিলই জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে তিন সন্ত্রাসবাদী। আসলে জঙ্গিদের খোঁজে একসঙ্গে ত্রিফলা অভিযানে নেমেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, এনএসজি, বিএসএফ এবং সিআরপিএফ। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সাফাইয়া'। এই অভিযান চলাকালীন প্রতিনিয়তই প্রায় হামলা হচ্ছে ভারতীয় সেনার ওপর। কদিন আগেই চার পুলিশকর্মীও নিহত হয়েছিলেন। মৃত্যু হয় অনুপ্রবেশকারী দুই জঙ্গিরও। বাকি জঙ্গিরা কাঠুয়ার জঙ্গলে আশ্রয় নেয়। সেই জঙ্গলকে ঘিরে পাঁচ বাহিনী অভিযানে নামে।


ভিডিও স্টোরি