File Image
শেষ আপডেট: 28 April 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের ঘটনা (Jammu Kashmir Pahalgam Terror Attack) নিয়ে দেশ তথা বিশ্ব তোলপাড়। কিন্তু পাকিস্তান (Pakistan) আছে পাকিস্তানেই। ক্রমাগত সীমান্তে (LOC) যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা। রবিবার রাতের পর সোমবার ভোরেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাক সেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টরে চলেছে গুলি। এখনও পর্যন্ত সেই গুলির লড়াই চলছে।
পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়িয়ে রেখেছে পাকিস্তান। এই নিয়ে টানা চারদিন সীমান্তের বিভিন্ন সেক্টরে তারা গুলিবর্ষণ করেছে। সোমবার ভোরে পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হল। তবে তার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা।
গত শনিবার রাতে তুতমারি গলি এবং রামপুর সেক্টরে গুলির লড়াই হয়েছিল। তার আগে বান্দিপোরা, কুপওয়ারা-সহ বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের। এরই মাঝে এলওসি-তে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনাবাহিনী।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় কাশ্মীরি যুবককে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। প্রথম থেকেই এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করা হয়। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন টিআরএফ এই হামলার দায়ও স্বীকার করেছিল। তবে পাকিস্তান দায় ঝেড়ে ফেলার কয়েক ঘণ্টা পরই ওই সংগঠনও হামলার দায় নিতে অস্বীকার করে।
পাকিস্তান যাই বলুক, ভারতীয় সেনা নিশ্চিত যে এই হামলার পিছনে কারা রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, পহেলগাম হামলার পর থেকেই সীমান্তে বেশি করে গুলি চালাতে শুরু করেছে পাক বাহিনী। লাগাতার চারদিন ধরে এলওসি-তে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে তারা। যদিও ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়ে চলেছে।